পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে সৌর ঝড়
1 min readপ্রীতম সাঁতরা : পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে সৌর ঝড়। অদূর কোনো ভবিষ্যতে নয়, আগামী ১৮ তারিখেই এই ঘটনা ঘটতে চলেছে বলে জানিয়েছেন রুশ বিজ্ঞানীদের একটি দল। ক্ষতিগ্রস্থ হতে পারে পৃথিবীর চৌম্বকমণ্ডল বা ম্যাগনেটোস্ফিয়ার।
যার ফলে ক্ষতিগ্রস্থ হতে পারে রেডিও নেভিগেশন সিস্টেম, টেলি যোগাযোগ ব্যবস্থার মত তড়িৎ চুম্বকীয় পরিষেবায় বা যন্ত্রাংশে। ঝড়ের তীব্রতা যদি অনুমানের তুলনায় অধিক হয়, তাহলে প্রভাবিত হতে পারে সাধারণের জীবনযাপনেও। প্রভাব পড়তে পারে মানুষের শারীরবৃত্তীয় প্রক্রিয়াতেও।