কালিয়াগঞ্জ কলেজের গোল্ডেন জুবিলী বর্ষ উপলক্ষে রাজ্য স্তরে জি এস টি কর নিয়ে আলোচনা চক্র
1 min readতপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর–শনিবার কালিয়াগঞ্জ কলেজের গোল্ডেন জুবিলী বর্ষ উপলক্ষে ও কালিয়াগঞ্জ কলেজের কমার্স বিভাগ আয়োজিত জি এস টি কর নিয়ে রাজ্য স্তরের একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আলোচনা চক্রের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ কুমার দাস।
আলোচনা চক্রে স্বাগত ভাষণ দেন কালিয়াগঞ্জ কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক ইসলাম উদ্দিন খান। বাংলা সাহিত্য জি এস টির প্রভাব নিয়ে সুন্দর বক্তব্য রাখেন কালিয়াগঞ্জ কলহের বাংলা বিভাগের অধ্যপক ডঃ দেবাশীষ ভৌমিক।
দেশজুড়ে সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্তৃক চালু করা জি এস টি কর নিয়ে বিস্তারিত ব্যখ্যা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা সম্পাদক আই এ এ কলকাতা শাখা অধ্যাপক আনন্দ মোহন পাল,কল্যাণী বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক তথা আই এ এ র যুগ্ম সম্পাদক অমলেন্দু ভূঁইয়া।
জিএস টি নিয়ে উপস্থিত অংশগ্রহণকারীদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা আই এ এ র কলকাতা শাখার সভাপতি অধ্যাপক সুনীল কুমার গান্ধী।
বক্তব্য রাখেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা আই এ এ র্যুগ্ম সম্পাদক আশীষ কুমার সানা।জি এস টির রেজিস্ট্রেশন,রিটার্ন সাবমিশন এবং তার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সি এ চিরঞ্জীব দাস এফ সি এ।আলোচনা চক্রে বিভিন্ন মহলের মানুষ অংশ গ্রহন করে আলোচনা চক্রকে সফল জরে বকে জানানসমগ্র আলোচনা চক্রকে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করেন কালিয়াগঞ্জ কলেজের বাণিজ্য বিভাগের অধ্যাপক মনীষ বৈদ্য।