January 2, 2025

উত্তরদিনাজপুর শহরে টোটো চালকদের বাড়বাড়ন্ত

1 min read


উত্তরদিনাজপুর শহরে টোটো চালকদের বাড়বাড়ন্ত নিয়ে বেশ কিছুদিন থেকেই অভিযোগ তুলছেন বাসিন্দারা   শহরের ব্যস্ততম মোহনবাটি বাজার এলাকায় এক সরকারি বাসকে জোড় করে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ  হওয়ার অভিযোগে সরকারি বাসেই ভাঙচুর চালালো এক টোটো চালক ঘটনার জেরে

দীর্ঘক্ষণ যানচলাচল বন্ধ   থাকে ।এই ঘটনার পরেই চরম উত্তেজনা ছড়ায় মোহনবাটি এলাকায়।  ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ওই টোটো চালককে আটক করে থানায় নিয়ে যায় রায়গঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। জানা গেছে, ভাটোলগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাসকে ওভারটেক করছিল ওই টোটো। সেই সময় ওই বাসের সাথেই সংঘর্ষ হয় টোটোর। সংঘর্ষে টোটোর ক্ষতি হওয়ার কারণে ওই সরকারি বাসের সামনের কাঁচে ইট ছুড়ে মারার অভিযোগ ওঠে টোটো চালকের বিরুদ্ধে। ঘটনায় এক বাসের যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..