আজ সকাল থেকে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় শীলা বৃষ্টি
1 min readগতকাল রাত ও আজ সকাল থেকে কোচবিহার জেলার বিভিন্ন স্থানে দফায় দফায় শীলা বৃষ্টি ও ঝরো হাওয়ায় জনজীবন বিপর্যন্ত হয়ে পরেছে।
বিভিন্ন এলাকায় শীলা বৃষ্টির কারনে জমির ফসল ও বাড়ি ক্ষতি হয়েছে। কোচবিহারের শীতলকুচি এলাকায় ব্যাপক শিলা বৃষ্টি হয়েছে আজ সকালে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সমিক্ষা করার কাজ শুরু হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। এদিকে আজ সকালে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে
কোচবিহারে। দফায় দফায় লোড শেডিং চলছে জেলা জুরে।