প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় কারা থাকবেন ?
1 min readসব থেকে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় কারা থাকবেন তা নিয়ে জোড় লড়াই শুরু হয়েছে
এবছর টাইম পত্রিকার বিচারে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মার্কিনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনের প্রেসিডেন্ট শিজিং পিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিনের পাশাপাশশি মাইক্রোসফট সিইও সত্য নাডেলা, ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের নাম এই লড়াইয়ে শামিল হয়েছে।
উত্তর কোরিয়ার শাসক কিম জং উন, ট্রাম্প কন্যা ইভাঙ্কার নামও এই লড়াইয়ে রয়েছে।