তিন দফাতেই হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন
রাজ্যের পঞ্চায়েত নির্বাচন তিন দফাতেই হতে চলেছে । বিশেষ সূত্রের খবর ভোটগ্রহণ
হবে ,
১, ৩ ও ৫ মে । আজ দুপুরে ফের সরকারি স্তরে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে তিনটি দিনকেই বাছা হয়েছে বলে জানা যায় ।
হবে ,
১, ৩ ও ৫ মে । আজ দুপুরে ফের সরকারি স্তরে উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠকে তিনটি দিনকেই বাছা হয়েছে বলে জানা যায় ।
বৈঠকের পর চিঠি মারফত তা রাজ্য নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হলেও বিজ্ঞপ্তি আজ প্রকাশ হবে না। সেটি প্রকাশ হবে সোমবার। সেদিন থেকেই নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে। রাজ্যের ২০টি জেলায় ভোট প্রক্রিয়া ১৬ মে’র মধ্যে শেষ হয়ে যাবে, এমনটাই মনে করছে অভিজ্ঞ মহল।