October 24, 2024

মানবিক মুখ দেখালো বীরভূম জেলা পুলিশ

1 min read
বীরভূম  মানবিক মুখ দেখালো বীরভূম জেলা পুলিশ। নিখোঁজ থাকা ভিন রাজ্যের এক যুবকে তুলে দিল তার পরিবারের হাতে।
 প্রায় ২৫ দিন পর যোগাযোগ করে খোঁজ পায় যুবকের পরিবারের। জানা যায় অসামে বাসিন্দা খোঁজ যুবক নাম সুপ্রিয়ান খাদনা,  ৪ ই মার্চ কাজ করতে কেরলের উদ্যেশ্য রওনা হয়। তার এক দিন পর থেকেই মোবাইল বন্ধ তার। যার সাথে সে বাইরে কাজে যাচ্ছিল তাকে জানতে চাইলে সে উত্তর দিতে না পেরে মোবাইল বন্ধ করে দেয়। এদিকে সুপ্রিয়ানকে রক্তাক্ত অবস্থায় বীরভূমের শান্তিনিকেতন থানার কংকালীতলার সিতেপুর উদ্ধার করে পুলিশ। চিকিৎসা শুরু করা হয় বোলপুর মহকুমা হাসপাতালে।  নিজের কাঁধেই চিকিৎসার ভার নেন বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ।  দেখভালের জন্য মোতায়ন করা হয় একজন মহিল পুলিশকে।  অবশেষে ২০ দিন পর তার নিজের ঠিকানা জানতে পারেন পুলিশ। তার বাড়ির সাথে যোগাযোগ করা হয়।  আজ সুস্থ করে তার পরিবারে হাতে তুলতে পেরে ভিষন খুশি সকলে। আজ সুপ্রিয়ানকে নিতে আসেন তার দিদি ও গ্রাম বাসীরা। আজ বাড়ি যাওয়ার আগে রিতি মত বিদ্যায়ী সংবর্ধনা দেওয়া হয় সুপ্রিয়ানকে। নতুন জামা পড়িয়েদেন পুলিশ দাদারা সাথে মিষ্টির প্যকেট তুলে দেন হাসপাতাল সুপার অমিত মজুন্দার সাথে ফুলের তোড়া। এই ধরণে ঘটনা দেখে খুশি হাসপাতলের সকল রুগি ও তাদের আত্মিয়রা। তবে এই বিষয় নিয়ে কিছুই বলতে চাননি এই ঘটনার নায়ক বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *