December 22, 2024

সাঁকরাইলে দেওয়াল লিখনের অভিনবত্তে ওয়াশ আউট বিরোধীরা

1 min read
শ্যাম ব্যানার্জী  ঝাড়গ্রাম আমাদের যে
উন্নয়নের কর্ম যোগ্য চলছে তাতে বিরোধী শক্তি একদম হারিয়ে গেছে
,আমরা এই ছড়ার মাধ্যমে দেওয়াল লিখনের দারা মানুষের কাছে
পৌঁছে দেওয়ার ব্যাবস্হা নিয়েছি
lআমাদের শাসক দল
সাধারন মানুষের কাছে আছে এই রগরা ২ নং অঞ্চলের
lবিগত দিনে যে নির্বাচন গুলি হয়েছে তাতে শাসক দলের জয়জয়কার
হয়েছে বিরোধিরা হারিয়ে যাচ্ছে তাই প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে পৌঁছে দেওয়ার
জন্য দেওয়াল লিখনে ছড়ার মাধ্যম ব্যাবহার করেছি এমনই মন্তব্য করলেন রগরা অঞ্চল
সভাপতি তথা রগরা পঞ্চায়েতের তৃণমৃলের প্রার্থী পঞ্চানন
,দাস
সাঁকরাইল ব্লকের
রগরা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন এলাকা ঘুরে দেখলে দেওয়াল লিখনে কোথাও লেখা ”
বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে  ওই
মাগো আমার কন্যাশ্রী দেওয়া মমতা দিদি চাই ” কোথাও লেখা কংগ্রেস হারিয়ে গেছে
,সিপিএম এল্যার্জী ,বিজেপি কে হারিয়ে ,জীতবেন মমতা
ব্যানার্জী
lএই অভিনব দেওয়াল লিখন

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রগরা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলে ঘুরলেই চোখে পড়বে
lপঞানন বাবু আরও জানান যে রাজ্য সরকারের ৪৭ টি যে প্রকল্প
আছে তাও ঠাঁই পাচ্ছে দেওয়াল লিখনে
lঅনেক গ্রামের

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
মানুষ অনেক প্রকল্প জানেন না
,দেওয়াল লিখনে
একধারে প্রকল্পের প্রচার
,একদিকে প্রকল্প
সম্বন্ধে গ্রামবাসীকে সজাগ করা
lমোট কথা নমিনেশন

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শেষ হবার আগেই গরম সাঁকরাইল ব্লকের রগরা গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভোট প্রচার
lসেই অর্থে পিছিয়ে বিরোধী দল গুলি ,তারা দেওয়াল লেখা তো দুরে থাক নমিনেশন শেষ করতে পারেনি এখনও
lহাতে গোনা আর কয়েকটি দিন ‘lকোন খামতি রাখতে চায়ছেনা শাসক দল তৃণমূল l


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *