উত্তর দিনাজপুরে আগামী সপ্তাহ থেকে জোরদার প্রচার তৃণমূল কংগ্রেসের
1 min read
তন্ময় চক্রবত্তী ;– উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে এবারে দলের
শীর্ষ নেতৃত্বের পাশাপাশি স্থানীয় বুদ্ধিজীবীদের তৃণমূল
কংগ্রেস কাজে লাগাবে। পঞ্চায়েত নির্বাচনে দলীয়
প্রচার যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য একটি
প্রচার কমিটিও তৃণমূল
তৈরি করেছে। দলীয়
সূত্রে জানা গিয়েছে, দলের ব্যানার, ফেসটুন প্রভৃতিতে দলনেত্রীর ছবির পাশাপাশি খুব বেশি হলে দলীয় প্রার্থীদের ছবিকেই ব্যবহার করা হতে পারে।
তবে সেবিষয়েও দলের
নির্দেশ মেনে কাজ করা হবে।
এছাড়াও রাজ্য নেতৃত্বের থেকে পাঠানো বিভিন্ন প্রচার সামগ্রীও কাজে
লাগানো হবে। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শীর্ষ স্থানীয় নেতারা জেলার বিভিন্ন জায়গায় সভা করবেন।
তার পাশাপাশি স্থানীয় চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী সেলগুলিকে জেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে নামানো হবে।
শীর্ষ নেতৃত্বের পাশাপাশি স্থানীয় বুদ্ধিজীবীদের তৃণমূল
কংগ্রেস কাজে লাগাবে। পঞ্চায়েত নির্বাচনে দলীয়
প্রচার যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য একটি
প্রচার কমিটিও তৃণমূল
তৈরি করেছে। দলীয়
সূত্রে জানা গিয়েছে, দলের ব্যানার, ফেসটুন প্রভৃতিতে দলনেত্রীর ছবির পাশাপাশি খুব বেশি হলে দলীয় প্রার্থীদের ছবিকেই ব্যবহার করা হতে পারে।
তবে সেবিষয়েও দলের
নির্দেশ মেনে কাজ করা হবে।
এছাড়াও রাজ্য নেতৃত্বের থেকে পাঠানো বিভিন্ন প্রচার সামগ্রীও কাজে
লাগানো হবে। জেলা তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, শীর্ষ স্থানীয় নেতারা জেলার বিভিন্ন জায়গায় সভা করবেন।
তার পাশাপাশি স্থানীয় চিকিৎসক, আইনজীবী, বুদ্ধিজীবী সেলগুলিকে জেলার বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারে নামানো হবে।
উত্তর
দিনাজপুর জেলা তৃণমূল
কংগ্রেস সভাপতি অমল আচার্য বলেন, আমরা প্রচারের প্রস্তুতি নিয়ে নিয়েছি। দলের শীর্ষ নেতৃত্ব প্রচারে আসবে। আমরা
দলের আইনজীবী, বুদ্ধিজীবী, চিকিৎসক সহ অন্যান্য কর্মী
সমর্থকদেরও প্রচারে নামাচ্ছি। দলের পতাকা, ব্যানার, ফেসটুন প্রভৃতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি প্রার্থীর ছবি থাকতে পারে।
এটা নিয়ে দলের
নেতৃত্বের সঙ্গে কথা বলব। দল জেলায় যেসব
প্রচার সামগ্রী পাঠাবে
তাও প্রচারের কাজে
লাগানো হবে।
দিনাজপুর জেলা তৃণমূল
কংগ্রেস সভাপতি অমল আচার্য বলেন, আমরা প্রচারের প্রস্তুতি নিয়ে নিয়েছি। দলের শীর্ষ নেতৃত্ব প্রচারে আসবে। আমরা
দলের আইনজীবী, বুদ্ধিজীবী, চিকিৎসক সহ অন্যান্য কর্মী
সমর্থকদেরও প্রচারে নামাচ্ছি। দলের পতাকা, ব্যানার, ফেসটুন প্রভৃতিতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি প্রার্থীর ছবি থাকতে পারে।
এটা নিয়ে দলের
নেতৃত্বের সঙ্গে কথা বলব। দল জেলায় যেসব
প্রচার সামগ্রী পাঠাবে
তাও প্রচারের কাজে
লাগানো হবে।
এদিকে উত্তর দিনাজপুর জেলা পরিষদের এবারে প্রার্থী তালিকায় থাকছে নবীন ও
প্রবীণের সমাবেশ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবারে জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ নিবাসী পোড় খাওয়া রাজনীতিবিদ্ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দধিমোহন দেবশর্মা, গোয়ালপোখর
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গোলাম রসুল, রায়গঞ্জ
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দে, জেলা
পরিষদের প্রাক্তন সদস্য আব্দুল গণি সহ অন্যান্যরা।অন্যদিকে নবীন প্রার্থীদের মধ্যে
জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা যুব তণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম
পালের স্ত্রী পম্পা পাল, করণদিঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ আলি স্ত্রী শহর
বানু খাতুন, উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি জাহিদ
আলম আরজুর স্ত্রী নিকিতা পারভিন, সুফিয়া নাসরিন সহ
অন্যান্যরা। শনিবার জেলা পরিষদের ২৬ জন প্রার্থী মনোনয়ন পত্র পেশ করবেন জেলা
শাসকের দপ্তরে।
প্রবীণের সমাবেশ। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এবারে জেলা পরিষদের প্রার্থী হচ্ছেন
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কালিয়াগঞ্জ নিবাসী পোড় খাওয়া রাজনীতিবিদ্ তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দধিমোহন দেবশর্মা, গোয়ালপোখর
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা গোয়ালপোখর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গোলাম রসুল, রায়গঞ্জ
ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের সহকারী সভাধিপতি পূর্ণেন্দু দে, জেলা
পরিষদের প্রাক্তন সদস্য আব্দুল গণি সহ অন্যান্যরা।অন্যদিকে নবীন প্রার্থীদের মধ্যে
জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ তথা যুব তণমূল কংগ্রেসের জেলা সভাপতি গৌতম
পালের স্ত্রী পম্পা পাল, করণদিঘি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ আলি স্ত্রী শহর
বানু খাতুন, উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি জাহিদ
আলম আরজুর স্ত্রী নিকিতা পারভিন, সুফিয়া নাসরিন সহ
অন্যান্যরা। শনিবার জেলা পরিষদের ২৬ জন প্রার্থী মনোনয়ন পত্র পেশ করবেন জেলা
শাসকের দপ্তরে।
এদিকে এবারে প্রার্থী তালিকায় বাদ পড়তে চলেছেন জেলা পরিষদের
সভাধিপতি আলেমা নূরী সহ একাধিক কর্মাধ্যক্ষ। দলের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ বিদায়ী
সভাধিপতি আলেমা নূরী। ২০১৩ সালে গোয়ালপোখর ব্লকে ৭ নম্বর জেলা পরিষদ আসনে সিপিএমের
প্রতীকে জয়ী হয়েছিলেন আলেমা নূরী।জেলা পরিষদে বামফ্রন্ট ক্ষমতায় আসীন হলে শিশু
নারী উন্নয়ন দপ্তরে কর্মাধ্যক্ষ পদ পেয়েছিলেন। জনপ্রতিনিধি নির্বাচনে প্রথম এবার
প্রার্থী হচ্ছেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ। তিনি কালিয়াগঞ্জ ব্লকের ১৮ নম্বর জেলা
পরিষদ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে
এতদিন দায়িত্ব সামলালেও এবারে দল তাকে প্রার্থী করেছে। অসীমবাবু বলেন, দলের
নির্দেশে এবারে প্রার্থী হতে হয়েছে।
সভাধিপতি আলেমা নূরী সহ একাধিক কর্মাধ্যক্ষ। দলের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ বিদায়ী
সভাধিপতি আলেমা নূরী। ২০১৩ সালে গোয়ালপোখর ব্লকে ৭ নম্বর জেলা পরিষদ আসনে সিপিএমের
প্রতীকে জয়ী হয়েছিলেন আলেমা নূরী।জেলা পরিষদে বামফ্রন্ট ক্ষমতায় আসীন হলে শিশু
নারী উন্নয়ন দপ্তরে কর্মাধ্যক্ষ পদ পেয়েছিলেন। জনপ্রতিনিধি নির্বাচনে প্রথম এবার
প্রার্থী হচ্ছেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ। তিনি কালিয়াগঞ্জ ব্লকের ১৮ নম্বর জেলা
পরিষদ আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে
এতদিন দায়িত্ব সামলালেও এবারে দল তাকে প্রার্থী করেছে। অসীমবাবু বলেন, দলের
নির্দেশে এবারে প্রার্থী হতে হয়েছে।
আশাবাদী জনগণ মা-মাটি-মানুষের সরকারের বিভিন্ন
জনহীতকর কাজ দেখে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। এতদিন দলের প্রার্থীদের জয়ী করে আনার
ক্ষেত্রে বড় ভমিকা নিতে হত আমাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবারে আমি নিজে প্রার্থী। তাই নিজের জয়ের
পাশাপাশি দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে বড় ভমিকা নিতে হবে।এক বছরের মাথায়
জেলা পরিষদের ক্ষমতাসীন বাম বোর্ডের বিরুদ্ধে আলেমা নূরী সহ বামফ্রন্টের ৯ সদস্য
তণমূল সদস্যদের বিরুদ্ধে অনাস্থা এনে স্বদলবলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আস্থা
ভোটে জয়ী হয়ে জেলা পরিষদের সভাধিপতি পদে আসীন হন আলেমা নূরী।
জনহীতকর কাজ দেখে আমাকে বিপুল ভোটে জয়ী করবে। এতদিন দলের প্রার্থীদের জয়ী করে আনার
ক্ষেত্রে বড় ভমিকা নিতে হত আমাকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এবারে আমি নিজে প্রার্থী। তাই নিজের জয়ের
পাশাপাশি দলীয় প্রার্থীদের জয় সুনিশ্চিত করতে বড় ভমিকা নিতে হবে।এক বছরের মাথায়
জেলা পরিষদের ক্ষমতাসীন বাম বোর্ডের বিরুদ্ধে আলেমা নূরী সহ বামফ্রন্টের ৯ সদস্য
তণমূল সদস্যদের বিরুদ্ধে অনাস্থা এনে স্বদলবলে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আস্থা
ভোটে জয়ী হয়ে জেলা পরিষদের সভাধিপতি পদে আসীন হন আলেমা নূরী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আলেমা নূরীর বাবা লাল
মহম্মদ গোয়ালপোখর ব্লকে পাঞ্জিপাড়া অঞ্চলের সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন। ২০১৬
সালে বিধানসভা নির্বাচনের পর তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। এবারে নিজের আসনটি
সংরক্ষিত হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বীতা করতে পারছেন না। ।
মহম্মদ গোয়ালপোখর ব্লকে পাঞ্জিপাড়া অঞ্চলের সিপিএমের পঞ্চায়েত প্রধান ছিলেন। ২০১৬
সালে বিধানসভা নির্বাচনের পর তিনি দলবদল করে তৃণমূলে যোগ দেন। এবারে নিজের আসনটি
সংরক্ষিত হওয়ার কারণে প্রতিদ্বন্দ্বীতা করতে পারছেন না। ।
দু-জনের আসনই সংরক্ষিত
হওয়ায় কেউই এবার প্রার্থী হতে পারছেন না। দল টিকিট না দেওয়ায় ভবিষ্যতে রাজনীতির
ময়দানে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন আলেমা নূরী। তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য
বলেন, জেলা পরিষদের প্রার্থী তালিকা চড়ান্ত করে রাজ্য নেতত্ব।এ বিষয়ে
আমার কিছুই বলার নেই।
হওয়ায় কেউই এবার প্রার্থী হতে পারছেন না। দল টিকিট না দেওয়ায় ভবিষ্যতে রাজনীতির
ময়দানে থাকা সম্ভব নয় বলে জানিয়েছেন আলেমা নূরী। তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য
বলেন, জেলা পরিষদের প্রার্থী তালিকা চড়ান্ত করে রাজ্য নেতত্ব।এ বিষয়ে
আমার কিছুই বলার নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});