করা নিরাপত্তার মধ্য দিযে কালিয়াগঞ্জে মনোনয়ন পত্র জমার কাজ সম্পন্ন
1 min read
তপন চক্রবর্তী– উচ্চ আদালতের নির্দেশে করা নিরাপত্তার মধ্য দিয়ে রাজ্য নির্বাচন কমিশনের বাড়ানো একদিনের মনোনয়ন পত্র জমা দেবার কাজ কালিয়াগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে শেষ হয়।
সকাল 11টা থেকে থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীও সমর্থকেরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির হলঘরে মনোনয়ন পত্র জমা দিতে যায়।
নিছিদ্র নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মনোনয়ন পত্র জমাদিতে যেতে হয় বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবক ও প্রার্থী দের।কালিয়াগঞ্জ ব্লকের বিডিও মহ জ্যাকরিয়া বলেন এদিন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা যাতে তাদের মনোনয়ন পত্র নির্ভয়ে জমা দিতে পারে তার সবরকম ব্যবস্থা করা হয়েছে বলে জানান।
বিডিও জানান এদিন বিজেপি,কংগ্রেস ও নির্দল প্রার্থীরা তাদের নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন।কালিয়াগঞ্জ ব্লক অফিসে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক অতনু চক্রবর্তী বলেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মনোনয়ন পত্র জমার কাজ চলছে।