পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা কোনভাবেই তৃণমূলের জয় যাত্রাকে রুখতে পারবেনা—শুভেন্দু
তপন চকর্বর্তী—উত্তরদিনাজপুর—জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে দল মানুষের পাশে থাকে সেই তৃণমূল দলকে বিরোধীরা কেন কোন শক্তিই সৃষ্টি হয়নি পঞ্চায়েত নির্বাচনে তাদের জয় যাত্রাকে কেও স্তব্ধ করতে পারে।বৃহস্পতিবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জের
তরঙ্গ পুরের তৃণমূলের ডাকা পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের এক সভায় এই কতগুলি বলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার অবজারভার শুভেন্দু অধিকারী।শুভেন্দুবাবু বলেন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস,সিপিআইএম ও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক হয়ে মাঠে নামলেও মানুষ তাদের ফাঁদে পা দেবেনা।কারণ গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষদের কোন সমস্যা রাখেনি।গ্রামের মানুষ দের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন পঞ্চায়েত তা মিটিয়েছে।
তরঙ্গ পুরের তৃণমূলের ডাকা পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের এক সভায় এই কতগুলি বলেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার অবজারভার শুভেন্দু অধিকারী।শুভেন্দুবাবু বলেন পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস,সিপিআইএম ও বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক হয়ে মাঠে নামলেও মানুষ তাদের ফাঁদে পা দেবেনা।কারণ গ্রাম পঞ্চায়েত গ্রামের মানুষদের কোন সমস্যা রাখেনি।গ্রামের মানুষ দের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন পঞ্চায়েত তা মিটিয়েছে।
তিনি বলেন কংগ্রেস,বিজেপি ও সিপিআইএম এক হয়ে কাজ করছে।ধর্মের নামে এরা এক হয়ে বিজেপি এদের কাজে নামিয়ে গ্রাম বাংলায় কিকরে অশান্তি করা যায় তার ছক কষছে।এসবের পশ্চিমবাংলায় কোন স্থান নেই।আমরা ইতিমধ্যেই পঞ্চায়েতের ৩৪ ভাগ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি।যেটুকু বাকি আছে তার সবটাই আমরা পাবো আগামী ১৪ই মে।
শুভেন্দু বাবু বলেন কালিয়াগঞ্জ পৌরসভায় আগে কোন কাজ হতোনা। এখন তৃণমূলের পৌরবোর্ডের আমলে কালিয়াগঞ্জে উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে পৌরপতি কার্তিক পাল।তাই এবার গ্রাম বাংলার যেসমস্ত কাজ বাকী আছে তা শহরের সাথে সাথে গ্রাম বাংলাতেও আমরা উন্নয়নের জোয়ার ব ইয়ে দেব বলে আমরা ঠিক করেছি।বৃহস্পতিবারের তৃণমূলের সভায় সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রাক্তন মন্ত্রী মদন মিত্র।তিনি মঞ্চে ওঠার পূর্বে তাকে ঢাক বাজিয়ে সন্মান জানিয়ে মঞ্চে তোলা হয়।মদন মিত্র তার বক্তব্যে বলেন পঞ্চায়েত ভোট তো হয়ে গেছে।আমায় দিদি দায়িত্ব দিলে আমি ব্যান্ড বাজিয়ে আবির খেলা শুরু করে দিতাম।মদনবাবু বলেন গেম তো ফিনিস হয়ে গেছে।এদিন অন্যন্য দের মধ্যে ব্যতব্য রাখেন তৃণমূলের বিশিষ্ট নেতা তিলক চৌধুরী,রাজ্য তৃণমূল দলের সম্পাদক তথা জেলা পরিষদ আসনের প্রার্থী অসীম ঘোষ, তৃণমূলের উত্তরদিনাজপুর জেলার সভাপতি অমল আচার্য,কালিয়াগঞ্জ পৌর সভার পৌরপতি কার্তিক পাল।