এ রাজ্যে বাম চোরদের তাড়াতে গিয়ে ডাকাত তৃণমূলকে এনেছি—মুকুল রায়
তপন চক্রবর্তী—উত্তরদিনাজপুর—এ রাজ্যে বাম চোরদের তাড়িয়ে আমরা ডাকাত তৃণমূল নামক একটি রাজনৈতিক দলকে এনে পশ্চিমবঙ্গের ক্ষতি করেছি।শুক্রবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরে বিজেপির ডাকা এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন বিজেপির হেভিওয়েট নেতা মুকুল রায়
মুকুল রায় তার বক্তব্যে বলেন আমাকে মমতা ব্যনার্জি নাম দিয়েছে গদ্দার।এই গদ্দারের গুরুতো মমতা ব্যনার্জি নিজেই।
রাজ্যে গণতন্ত্র ধংশকারি তৃণমূল দলকে এই রাজ্য থেকে বিতাড়িত করতে যদি আমাকে গদ্দারী করতে হয় তাহলে আমি গর্বিত।মুকুল রায় এ রাজ্যের উন্নয়ন সম্পর্কে বলতে গিয়ে বলেন রাজ্যে কসমেটিক উন্নয়ন ঘটেছে বলে তিনি কটাক্ষ করেন।
রাজ্যের শিল্প সম্পর্কে মুকুল রায় বলেন বাম আমলে দেখেছি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যেতি বসু এবং সোম নাথ চ্যাটার্জি মাঝে মধ্যে ই বিদেশে যেতেন শিল্প আনতে।পরে দেখা যেত শিল্প যেমন তেমন স্বাস্থ্যের কারণেই হাওয়া পরি বর্তন করাই তাদের মূল উদ্দেশ্য ছিল।
বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী বামেদের এই বিদেশ যাওয়ার ব্যাপারটা ইতিমধ্যেই রপ্ত করে ফেলেছেন।তবে শিল্পের ঘরে বড় জিরো ছাড়া কিছুই আনেননি।তিনি শাসক দলকে বিগত ২০১১সালের পর থেকে এ রাজ্যে কত শিল্প হয়েছে তার একটি শ্বেতপত্র প্রকাশ করবার জন্য
দাবি করেন।মুকুলবাবুু বলেন আপনারা একটা জিনিস হয়তো লক্ষ করেছেন[
দাবি করেন।মুকুলবাবুু বলেন আপনারা একটা জিনিস হয়তো লক্ষ করেছেন[
বেশ কিছুদিন থেকেই মমতা ব্যনার্জি তার ব্যনারে বা ফ্লেক্সের মাঝে আর সততার প্রতীক কথাটা লিখেন না।কারন তার সততার খবর কারো আর অজানা নেই।সারদা নারদা কান্ড থেকেই সততার প্রতীক কথাটা মুছে গিয়েছে।সংঘাত আমার সাথে সেখান থেকেই।আমি চাই সততার প্রতীক বলে যিনি দাবী করতেন তিনি কি জানতেন সারদা নারদা কাণ্ডে আসল ঘটনা কি ঘটেছিল?মুকুল রায় বলেন আমি এখনো বলছি আমি যদি কোন অন্যায় করে থাকি আমারও যেন সাজা হয়।বিজেপি নেতা মুকুল রায় নির্বাচনী সভায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কটাক্ষ করে বলেন পার্থবাবু নাকি হঠাৎ করেই রাতে ঘুম থেকে উঠে পড়ছে।চিকিৎসকরা বলেছেন এই রোগের নাম
নাকি ইডি রোগ।মুকুলবাবু মঞ্চের উপর থেকেই পার্থ বাবু মন্ত্রী হয়েও কোন কোন চিট ফান্ডের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রেখেছেন তার ছবি দেখান।কয়েক হাজার মানুষের সামনে উচ্চ স্বরে বলেন আপনারা গ্রাম বাংলা থেকে সন্ত্রাসের দল তৃণমূলকে একটি ভোট ও দেবেন না তো।
নাকি ইডি রোগ।মুকুলবাবু মঞ্চের উপর থেকেই পার্থ বাবু মন্ত্রী হয়েও কোন কোন চিট ফান্ডের অনুষ্ঠানে গিয়ে বক্তব্য রেখেছেন তার ছবি দেখান।কয়েক হাজার মানুষের সামনে উচ্চ স্বরে বলেন আপনারা গ্রাম বাংলা থেকে সন্ত্রাসের দল তৃণমূলকে একটি ভোট ও দেবেন না তো।
জোরে জোরে হাত তুলে বলুন আমাকে আশ্বস্ত করুন বললে সবাই হাত তুলে তার কথায় সায় দেয়।মুকুলবাবু বলেন্ তিনি ত্রিপুরাতে গিয়ে একটি স্লোগান দিয়েছিলেন যা মানুষ করে দেখিয়েছে।
এখানেও একটি স্লোগান নুতন করা হয়েছে যা আপনাদের বলতে হবে ও করে দেখা তে হবে।বিজেপির এই নতুন স্লোগানটি হল চলো যাই বাংলা বদলাই।জনসভায় বক্তব্য রাখেন বিজেপির উত্তরদিনাজপুর জেলার সভাপতি নির্মল দাম,নিমাই কবিরাজ সহ কয়েকজন প্রার্থী।সভায় বিজেপির বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক অমিত সাহা,কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপির পালক রূপক রায়,রাজ্য মহিলা সেলের সহ সভানেত্রী দোলা মোদক,রানা প্রতাপ ঘোষ,রাজ্য নেতা প্রদীপ সরকার,গৌরাঙ্গ দাস ও জগন্নাথ ভট্টাচার্য ।