তৃণমুল গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাওয়ে
1 min read
অনুপ জয়সোয়াল :-গভীর রাতে তৃণমুল গ্রাম পঞ্চায়েত প্রার্থীর বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মালগাও জিপির ধবাইল বুথ এলাকায়। অভিযোগ রবিবার রাতের প্রচার পর্ব সেরে তৃণমুল কর্মীরা এলাকার তৃণমুল দলের গ্রাম পঞ্চায়েত প্রার্থী আজেমা বেগম এর বাড়িতে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে যাওয়ার পরেই প্রার্থী আজেমার বাড়িতে বোমাবাজি করে দুষ্কৃতীরা।
ঘটনায় আতঙ্কিত তৃণমুল প্রার্থী আজেমার পরিবার।তৃনমুল কর্মীদের অভিযোগ এলাকার কংগ্রেস কর্মীরা কদিন থেকেই হুমকি দিয়ে যাচ্ছেন। এই আক্রমন তারই ফলাফল। রাতেই ঘটনাস্থলে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। যদিও কংগ্রেস নেতৃত্ব এই আক্রমনের অভিযোগ অস্বীকার করে পালটা তৃণমুলের গোষ্ঠিদন্ধের জন্য এই ঘটনা ঘটছে বলে দাবী করেছেন তারা। এলাকায় সিভিক ভলেন্টিয়ার মতায়ন করা হয়েছে।তৃনমূল নেতা সিরাজুল ইসলাম অভিযোগ করে জানান, রাতে তৃনমূল প্রচার সেরে রাতে খাবারের আয়োজন করা হয়েছিল। সেই কংগ্রেসের দুষ্কৃতিরা তাদের পার্থি আজেমা বেগমের বাড়ি লক্ষ করে বোমা ছোড়ে। এলাকার মানুষ আতঙ্কের মধ্যে। কংগ্রেসের মাটি নাই এই বুথে তারা সন্ত্রাস করে ভয় দেখিয়ে ভোটে জিততে চায় বলে এই বোমাবাজি করেছে।।অপরদিকে কংগ্রেস নেতা তুলসি জয়সোয়াল জানান,তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। কংগ্রেস কখনো সন্ত্রাস কোরে ভোটে জয়ী হতে যায় না। এটি তৃনমূলের গোষ্ঠী কোন্দলের ঘটনা।