January 10, 2025

তৃণমূলকে ঠেকাতে পঞ্চায়েতে মহাজোট নির্দল নিয়ে লড়াই তৃণমূলের বিরুদ্ধে

1 min read

মামুন সরকার ,,দক্ষিণ দিনাজপুর ::-জেলায় নয় ব্লকে
নয় তৃণমূলকে ঠেকাতে পঞ্চায়েতে মহাজোট
নির্দল নিয়ে লড়াই তৃণমূলের
বিরুদ্ধে হরিরামপুর
থানার ১০ নং সৈয়দপুর
গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতাদের
ওপর ক্ষোভ প্রকাশ করে  তৃণমূলকে
ঠেকাতে মহা জোট করেছেন
ওই গ্রাম পঞ্চায়েতের মানুষেরা
এই গ্রাম
পঞ্চায়েতে মোট আসন ১৭
টি তার মধ্যে জোটে
প্রাথী দিয়েছেন নির্দল টি
সিপিআইএম 
টি কংগ্রেশ টি তবে
এই মহাজোটের লড়াই তৃণমূল কংগ্রেস,,
বনাম নির্দল তবে অবাক
বেপার এই জোটের কারণ
কি ? শুধু কি তৃণমূলকে  হারানো
নাকি তৃণমূল নেতাদের  ওপর ক্ষোভে কি এই মহাজোটের
কারণ তা নিয়ে চিন্তিত
রাজ নৈতিক মোহলো তবে গত পঞ্চায়েতে
আসন তৃণমূল ,,,
আসন সিপিআইএম পেয়ে ছিল
মাত্র আসন পেয়ে ছিল
নির্দল  ,আর
এই নির্দল কে নিয়ে
পঞ্চায়েত গঠন করেছিল সিপিআইএম
ফলেই  পঞ্চায়েত
সিপিআইএমের দখলে ছিল ,,আবারো
কিন্তু একই অবস্থা বলে
মনে করছেন সাধারণ ভোটারেরা
সিপিআইএম ,,কংগ্রেস,,আরএসপি ,,  নির্দল,,মিলে ভোট প্রচারে
নেমেছেন তারা   ফলে চাপে পড়েছেন
তৃণমূল কংগ্রেস,, এই বিষয় নিয়ে
ওই এলাকার বাসিন্দা জানান
আমাদের এই জোটের কারণ
তৃণমূলের  রাজ্য
জুড়ে যেই ভাবে দুর্নীতি
চলছে তা রুখতে এবং  নেতাদের  অত্যাচার
দুর্নীতি  দমন
করতে আমাদের এই পঞ্চায়েত
দুর্নীতি মুক্ত রাখতে  উন্নয়ন গড়তে আমাদের
মহাজোট ,,তবে তিনি আরো
জানান আমাদের এখন কার
নেতা তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট হাতেম
আলী বিরুদ্ধে তার ওপর বৃক্ষুব্দ
হয়ে আমাদের এই জোট
কারণ তিনি যেই ভাবে
টাকা পয়সা নিয়ে  তৃণমূল দলকে দুর্নীতির
মুখে ঠেলে দিচ্ছেন তা
নিয়ে চিন্তিত আমরাও তবে
আমরা নিশ্চিত মানুষ সজাগ মানুষ
এই জোট করেছে নিশ্চিত
তৃণমূল নেতাদের হারিয়ে আমরা পঞ্চায়েত
গঠন করবো তবে
এই ক্ষোভের কারণ একমাত্র ব্লক
তৃণমূল নেতা হাতেম আলীর
বিরুদ্ধে এখানে
প্রচুর উন্নয়ন করেছেন নির্দল
নিয়ে জিতে আসা  প্রধান রাস্তা ঘাট,
পানিও জল  ,নানান
কিছু উন্নয়ন মূলক কাজ
করেছেন এই প্রধান তাই মানুষের মুখে
একটি কথা নির্দল জেতাও
গ্রাম বাঁচাও তবে
এই বিষয়ে তৃণমূল কংগ্রেস
সমর্থক একজন জানান আমরাও
জোর কদমে মাঠে নেমেছি
আমরাও জিতবো এবং একক
ভাবে আসবো তা নিশ্চিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *