তৃনমূল কংগ্রেস বিজেপিকে ভয় পেয়েছে বলে সন্ত্রাস করছে জানালেন রাজ্যে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।
1 min read
সুব্রত সাহাঃ- উত্তর দিনাজপুর– তৃনমূল কংগ্রেস বিজেপিকে ভয় পেয়েছে বলে তার বন্ধুক দেখিয়ে সন্ত্রাস করে পুলিশ কে দিয়ে বাংলায় পঞ্চায়েত নির্বাচন করতে চায়। এবার জবাব মানুষ দিবে।আজ উত্তর দিনাজপুর জেলার ইটাহারের সরাইদিঘীর পাশে বিজেপির একটা জনসভায় এই কথা বলেন রাজ্যে বিজেপির সভাপতি দিলিপ ঘোষ।
তিনি বলেন এবারের পঞ্চায়েত নিবার্চনের আগে বারশো কর্মি তাদের আহত হয়েছে।পুলিশ তাদের ই সাড়ে ছয়শ জন কর্মি কে গ্রপ্তার করেছে। পাচজন কর্মি মারা গেছে ।
চারশ পচাত্তর জায়গায় হামলা হয়েছে।সেই জন্য পুলিশ দূস্কৃতিকাকারিদের ধরতে পারচ্ছে না । দিলিপ ঘোষ বলেন পশ্চিমবাংলার বিজেপি শক্তি সামস্ত ভাবে লড়াই করছে বলে এখনো আবধি ৩১ হাজার প্রার্থীকে তারা ভোটের ময়দানে টিকিয়ে রাখতে পেরেছেন।তিনি বলেন এবারের নির্বাচনে ৩১ হাজার প্রার্থীই জীতবে বলে তারা আশা।
দিলিপ ঘোষ বলেন যতই তৃনমূল কংগ্রেস সন্ত্রাস করুক না কেন এবারের নির্বাচনে তারা যে জিতছেন সেটা নিয়ে কোন সন্দেহ নেই।আজ বিজেপির এই সমাবেশ কে কেন্দ্র করে আজ বিপুল সমাগম হয়েছিল .