January 10, 2025

কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে বসে বিজেপি নেতার বিস্ফোরক উক্তি তৃনমূল নেতা দোধী মোহন দেবর্শমা মানুষের সাথে প্রতারনা করেছেন

1 min read

                      
তন্ময় চক্রবর্তীঃ- এলাকার কোনো কাজ না করে কোন মূখে ভোট চাইচ্ছে তৃনমূলের ব্লক
সভাপতি দোধী মোহন দেবর্শমা। তিনি তো মানুষের সাথে প্রতারনা করছেন গতকাল  এই ভাষায় কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে বসে এক একান্ত
সাক্ষাৎকারে বিজেপি নেতা তথা ২০ নং আসনের জেলা পরিষধের প্রার্থী নিমাই কবিরাজ
বিস্ফোরক মন্ত্রব্য করলেন।তিনি অভিযোগ করে বলেন কালিয়াগঞ্জের বিভিন্ন অঞ্চলে অনেক
সমস্যা রয়েছে অথচ তৃনমূলের ব্লক সভাপতি দোধী বাবু সেই সমস্যা গুলির দিকে না তাকিয়ে
নিজের উন্নয়নের কথাই ভেবে গেছে সারা বছর ধরে।

২০ নং আসনের জেলা পরিষধের প্রার্থী নিমাই কবিরাজ বিস্ফোরক মন্ত্রব্য করলেন
তাই আজ তিনি কোন গ্রামেই যেতে পারছেন
না কারন মানুষ তার উপর ভীষন খুদ্ধ।নিমাই বাবু আরো অভিযোগ করে বলেন দোধী বাবু
সাধারান  গরীব মানুষদের কাজ থেকে লক্ষ লক্ষ
টাকা তুলেছেন প্রাইমারির চাকরিরি ও সিভিক পুলিশে চাকরি করে দেওয়ার নাম করে কখনো
কাউকে পাকা বাড়ি ,কাউকে শৌচাগার পাইয়ে দেবার নাম করে।তাই এবারের ভোটে তিনি ঠিক ঠাক
ভাবে ভোট চেতে যেতে পারচ্ছেন না গ্রামে।তিনি বলেন দোধী বাবু কালিয়াগঞ্জ তৃনমূলের
ব্লক সভাপতি হওয়া সত্বেও সার্বিক উন্নয়নে কোন কাজ করেন নি।

তৃনমূলের ব্লক সভাপতি দোধী মোহন দেবশর্মা
এদিকে কালিয়াগঞ্জের
তৃনমূলের ব্লক সভাপতি দোধী মোহন দেবশর্মা কে প্রশ্ন করলে তিনি বলেন বিজেপি
প্রার্থী নিমাই কবিরাজের করা  অভিযোগ
সম্পূন্ন মিথ্যা।মানুষ ই তার বিচার করবে।নির্বাচনের ফাইদা তুলতে বিজেপি প্রর্থী
এমন সব অভিযোগ এখন তুলছেন  ভোটের আগে কেন
সেটা মানুষ ভালো ভাবেই জানে কারন তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই এমন ভূল
বকছেন । সারা বছর মানুষের পাশ থেকে কালিয়াগঞ্জের গ্রামেগঞ্জে উন্নয়ন কার্যে তিনি
সবসময় কাজ করে গেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *