কালিয়াগঞ্জ ব্লকের আটিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির তৃনমূল প্রার্থী দীপা সরকারের প্রচার তুঙ্গে
1 min read
অনুপ জয়সোয়াল ঃ—হাতে আর সময় নেই কারন আদালতের নির্দেশ অনুসারে আগামী ১৪ মে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে রাজ্য জুড়ে। সেই কারনে শেষ সময়ে প্রখর রদ্রুকে উপেক্ষা করে নিজেদের দলীয় কর্মিদের সাথে নিয়ে গ্রাম গঞ্জে জোর কদমে প্রচার চালছে শাসক দল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আটিয়া গ্রামে পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপা সরকার । দলীয় কর্মীদের সাথে নিয়ে এদিন দীপা দেবী রাজ্যের মূখ্যমন্ত্রীর জনমূখী প্রকল্প গুলি গানের মাধ্যে ট্যাব্লো সহ কারে প্রচার চালান । শুরু তাই নয় গ্রামের ভোটারদের সাথে গিয়ে কথা বলেন কেন জোরা ফুলে ভোট দিবেন। জোড়া ফুলে ভোট দিলে রাজ্যের সাথে সাথে গ্রম গঞ্জের উন্নয়ন একমাত্র মাটি মা-মাটি মানুষের সরকারি করতে পারে। বিরোধীদের ভোট দিলে তাদের ভোট দেওয়া বিথা এই সব বিষয় ভোটারদের বোঝান।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপা সরকার জানান, গ্রামের প্রচারের গিয়ে যেভাবে সারা পাচ্ছেন সেদিক থেকে তিনি ১০০ শতাংশ নিশ্চিত ভোটারদের আর্শীবাদ তার সাথে আছে। এখানে বিরোধী বলে কিছুই নেই। কারন গ্রামের মানুষ ভালো করে জানেন গ্রামের উন্নয়ন করতে হলে এক মাত্র তৃনমূল ছাড়া কিছুই নেই।