January 10, 2025

হৃত্বিক রোসন কে কি এবার টেক্কা দিতে চলেছে এই অভিনেত্রী ?

1 min read

                     
একটি অন্য স্বাদের সুপার হিরোর গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক
বিক্রমাদিত্য ।
 সম্প্রতি মুক্তি
পেয়েছে ছবির ট্রেলার।ছবিটিতে কাজ করছেনঅনিল কাপুরের ছেলে হর্ষবর্ধন কাপুর।তার
পরবর্তী ছবি
ভবেশ জোশী সুপার
হিরো
ছবি তে অসাধারণ অভিনয়
করেছেন।

 ছবিতে একটি অন্য স্বাদের সুপার হিরোর গল্প দর্শকদের উপহার দিতে চলেছেন
পরিচালক বিক্রমাদিত্য মোটাওয়নে তা তার ট্রেলার এই স্পষ্ট।ছবিটি ট্রেলার মুক্তির
পর থেকে তার প্রশংসায় পঞ্চমুখ বলিউডের তাবর তাবর অভিনেতারা। কারান জোহর
, ফারহা খান থেকে শুরু করে বরুন ধাওয়ান, সলমন খান সবাইয়ের মন ছুঁয়েছে ভবেশ জোশী।

 এই
বার সেই তালিকায় নতুন সংযোজন হৃত্বিক রোশন।হৃত্বিক নিজেও অভিনয় করেছেন ক্রিশ এর
মতো সুপার হিরোর চরিত্রে। যে এখনও জনপ্রিয় মানুষের কাছে। তবে তার সাথে বিস্তর
ফারাক ভবেশ জোশীর। ক্রিশ এর মতো কোনও সুপার ন্যাচরাল ক্ষমতা নেই তার মধ্যে বরঞ্চ
দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের যে ক্ষোভ তার প্রতিফলন ভবেশ জোশী।

এবিষয়ে এই
ছবির অন্যতম প্রযোজক অনুরাগ কাশ্যপ বলেন অন্যান্য সুপার হিরোদের মতো এলিয়েন উৎখাত
নয় বরং একদম প্রত্যাহিক জীবনের সমস্যার মোকাবিলা করতে দেখা যাবে এই সুপারহিরো কে।
ছবিটির ঠিক এই বিষয়টি পছন্দ হয়েছে হৃত্বিক এর তার পাশাপাশি মনে ধরেছে হর্ষবর্ধন
কাপুরকে। সম্প্রতি টুইট করে অভিনেতা এবং এই ছবির প্রত্যেক কলাকূশলীদের শুভেচ্ছা
জানিয়েছেন তিনি। আগামী ২৫ শে মে মুক্তি পেতে চলেছে ছবিটি।নিজের প্রথম ছবি বক্স
অফিসে সাফল্য পায়নি। কিন্তু বিষয়টাকে এমন ভাবে দেখতে নারাজ হর্ষবর্ধন কাপুর।
রাকেশ ওম প্রকাশ মিশ্র এর পরিচালিত
মিরজায়া ছবির মধ্যে দিয়ে
বলিউডে আত্মপ্রকাশ করেন হর্ষবর্ধন কাপুর। ছবিটি বানিজ্যিক ভাবে সফল না হলেও জীবনের
প্রথম ছবিতে রাকেশ ওম প্রকাশ মিশ্র এর মতন পরিচালকের সাথে কাজ করতে পেরে অত্যন্ত
গর্বিত তিনি। কারন অত্যন্ত প্রতিভাবান এই পরকারন অত্যন্ত প্রতিভাবান এই পরিচালক কে
নিজের আইডল মনে করেন অনিল কাপুরের পুত্র।

1 thought on “হৃত্বিক রোসন কে কি এবার টেক্কা দিতে চলেছে এই অভিনেত্রী ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *