January 10, 2025

হরিরামপুর তৃণমূল বরিষ্কৃত নেতা সোনা পালের ওপর পুলিশি হামলা হওয়ার পর আজ প্রকাশ্যে পথ যাত্রা করলেন সোনা পালের মা ছবি পাল

1 min read

মামুন সরকার ,দক্ষিণ দিনাজপুর::- হরিরামপুর তৃণমূল বরিষ্কৃত নেতা সোনা পালের ওপর পুলিশি হামলা হওয়ার পর  আজ প্রকাশ্যে পথ যাত্রা করলেন সোনা পালের মা ছবি পাল।তাতে প্রচুর মানুষ সামিল হন এই পদ যাত্রায় । প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ এই  মিছিলে পায়ে পা মিলিয়ে গোটা হরিরামপুর প্ররিক্রম করেন ।

উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর কংগ্রেস নেতা নীলাঞ্জন রায়,, হরিরামপুর ব্লকের বিভিন্ন দলের নেতারা ও কর্মীরা ।গত কাল চাঞ্চল্য কর ঘটনায় উত্তপ্ত গোটা হরিরামপুর তবে সাধারণ মানুষ এই বিষয় টিকে ভালো ভাবে দেখছেন না ।ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে মানুষ ভেবেছিলেন সোনা পাল আত্মসমর্পণ করেছেন কিন্তু না  তিনি আত্মসমর্পন করেন নি পুলিশি চোখে ফাঁকি দিয়ে তিনি উধাও হয়েছেন ।তবে আজ সকালে থেকে সোনা পালের বাড়ির চতুর দিকে পুলিশ এখনো ঘেরাও করে রেখেছে ।তাতে আরও উত্তপ্ত হরিরামপুর। একদিকে পুলিশ ঘেরাও আর একদিকে সোনা পালের মা  ছবি পাল  জন মত তৈরি করছেন ।ফেসবুক ভিডিও ভাইরাল অনুযায়ী তার মেয়েদের প্রতি খুব খারাপ আচরণ করেছেন  বলো অভিযোগ তাদের।আজ এই বিষয়ে সোনা পাল জানিয়েছেন  আমার পরিবারে ওপর  যেই ভাবে পুলিশের অত্যাচার সহ্য করে  কোনো মতো পালিয়ে এসেছি ।আমার পরিবারের ওপর আমার বড় মেয়ে ছোট মেয়ের ওপর শারীরিক অত্যাচার হয়েছে ,আমরা সেটা রেপ ও নাবালিকা ওপর অত্যাচারে অভিযোগে এডিশনাল এসপি আইসি সহ আরো অন্নান অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।পর পর দুই দিন আমার মেয়েদের ওপর অত্যাচার চালি পুলিশ বিপ্লব মিত্রের নেতৃত্বে ।হরিরামপুর অনেক জায়গাতে সন্ত্রাস তৈরি করতে চাইছে পুলিশকে দিয়েও বিপ্লব মিত্র আমি চাই হরিরামপুরের মানুষ আমার সাথে আছে থাকবে এই কামনা করছি  ।

8 thoughts on “হরিরামপুর তৃণমূল বরিষ্কৃত নেতা সোনা পালের ওপর পুলিশি হামলা হওয়ার পর আজ প্রকাশ্যে পথ যাত্রা করলেন সোনা পালের মা ছবি পাল

  1. 5 and 5 mg arms, respectively, relative to a 1 priligy without prescription The exclusion criteria were neurological disorders such as depression, Parkinson s disease, diabetic neuropathy, and cerebrovascular damage, an active urinary system infection, history of chronic prostate; alcohol, drug or substance abuse, organic diseases limiting the use of PDE5 inhibitors, pelvic trauma, anemia, thyroid disease, hypogonadism total testosterone end-stage renal failure; and having used medication affecting the sex hormone and or vitamin metabolism or for the treatment of PE and ED within the last three months

  2. Clinical trials of CIALIS for the once daily treatment of ED and or signs and symptoms of BPH did not study the effect of skipping CIALIS doses best place to buy cialis online If you are taking sildenafil for erectile dysfunction, you are unlikely to miss a dose since this medication is taken as needed, not on a regular dosing schedule

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *