January 11, 2025

রাত পোহালেই বিতর্কিত পঞ্চায়েত ভোট, ভোটের জিনিষ পত্র নিয়ে রবিবার ভোট কর্মীরা রওনা দিল ভোট কেন্দ্রের উদ্দেশ্যে

1 min read
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর-অবশেষে বিতর্কিত ত্রিস্তর পঞ্চায়েত ভোট সোমবার।রবিবার সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার কর্নজোড়া ও ইসলামপুর মহকুমার ৯৮টি গ্রামপঞ্চয়েতের  ডি সি আর সি কেন্দ্রে জমায়েত হয়েছে ভোট কর্মীরা।সেখান থেকে ভোট কর্মীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রের জন্য ব্যালট,ব্যালট বক্স সহ ভোটের কাজে ব্যবহৃত সমস্ত জিনিষ পত্র বুঝে নিয়ে প্রতিটি বুথের জন্য ৫জন ভোট কর্মীর সাথে দুজন করে পুলিশ রওনা দিয়েছে যদিও ইসলামপুরে ভোট কর্মীরা নানান অসুবিধার কারনে প্রশাসনের বিরুদ্ধে ৩৩ নম্বর জাতীয় সড়ক কিছুক্ষনের জন্য অবরোধ করলেও তা প্রশাসনের উদ্যগে প্রত্যহার করে নেওয়া হয়।
উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ভোটের জন্য তৈরি ডিসিআরসি কেন্দ্রে সকাল থেকেই বিভিন্ন বুথের জন্য প্রিসাইডিং অফিসারের সাথে জমা হয় সহযোগী ভোট কর্মীরা।সেখানে ভোট কর্মীরা ভোট কেন্দ্রের জন্য বরাদ্দ ব্যালট পেপার,ব্যালট বক্স সহ ভোটের প্রয়োজনীয় জিনিস পত্র মিলিয়ে নিয়ে অবশেষে ভোট কর্মীরা নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়ে যায় বলে জানা যায়। এবার ভোটের কাজ করবার জন্য কালিয়াগঞ্জ আই টি আই কেন্দ্রের পরিবর্তে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়কেই বেছে নেওয়া হয়েছে কাজের সুবিধার জন্য বলে কালিয়াগঞ্জের বিডিও মঃ জাকারিয়া বলেন।রবিবার ভোট কেন্দ্রে ভোট কর্মীরা যাবার পূর্বে যেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মিলন মেলার রূপ নিয়েছে।জানা যায় উত্তর দিনাজপুর জেলার মিট ভোট দাতার সংখ্যা ১৮,১১,৭৩৪জন।ভোট কেন্দ্র ১৮২৮টি।মোট ভোট কর্মীর সংখ্যা ১২হাজার।মোট পুলিশ কর্মীর সংখ্যা তিন হাজারের কিছু বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *