ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চান্চল্য
1 min read
কালনা আজ সন্ধ্যেয় পূব’বধ’মানের কালনার আটঘরিয়া-সিমলন পন্চায়েতএলাকায়একটি বুথে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে চান্চল্য ছড়িয়েছ।স্থানীয় ও প্রশাসনসূত্রের খবর,আটঘরিয়ার শাঁখাটি পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোটকর্মীরা ভোটের কাজে ব্যস্ত ছিলেন।সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতি ভোট কেন্দ্রে আসে ও ৯৯ নং বুথের বেশ কিছু ব্যালট পেপার নিয়ে তারা চম্পট দেয়।তারা দেখতে পান ব্যালট পেপার কম রয়েছে।এরপরেই পুলিশ কন্ট্রোলরুমে খবর দেন স্থানীয়রা।এই বিষয়ে কালনা মহকুমাশাসক নীতিন সিংহানীয়া বলেন,‘আটঘরিয়া এলাকায় কিছু ব্যালট পেপার খোয়া গেছে
। পুলিশ তদন্তে নেমেছে।