পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাজ পড়ে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের
1 min readপশ্চিম মেদিনীপুর ঃ– পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বাজ পড়ে মৃত্যু হল একই পরিবারের দুই সদস্যের। মৃত দুই জনের বাড়ি ঘাটাল থানার মনসুকা ১ নং গ্রাম পঞ্চায়েতের দীর্ঘগ্রামে। জানা গেছে, অাজ বিকেলে আকাশে কালো মেঘ আসলে নিমাই মন্ডল নামে এক ব্যক্তি মাঠে গরু অানতে যায়। দীর্ঘ ক্ষণ বাড়ি না ফেরায় ভাইপো মনসা মন্ডল খোঁজ করতে মাঠে যায়। সে সময় হঠাৎ সশব্দে বজ্রপাত হয় । এরপরই মাটিতে পড়ে থাকতে দেখা যায় নিমাই মন্ডল(৫০), মনসা মন্ডলের (২৩) দেহ। মৃতদের শরীরে বিভিন্ন জায়গায় পোড়া দাগ রয়েছে। পুলিশ এসে মৃতদেহ দুটি ময়না তদন্তের জন্য ঘাটাল হাসপাতালে পাঠায়।