এলোপাথাড়ি ,বোমা দুষ্কৃতী দের তাণ্ডব রায়গঞ্জ
1 min read
রায়গঞ্জ : উত্তর দিনাজপুর রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের ৬৬ নম্বর বুথে দেবীনগর মহারাজা এফ পি স্কুলে।দুস্কৃতীরা দল বেধে এসে গুলি করে। আহত ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তির অমৃত সাহা। তিনি তৃনমূল প্রার্থী শিপ্রা সাহার মামাশ্বশুর। এলাকায় ব্যাপক আতঙ্ক।
নির্বিঘ্নেই চলছিল রায়গঞ্জ ব্লকের ১০ নম্বর মাড়াইকুড়া গ্রামপঞ্চায়েতের ৬৬ ও ৬৭ নম্বর বুথে। আচমকাই মোটরবাইকে চেপে একদল দুষ্কৃতী বুথে হামলা চালায়।
এলোপাথাড়ি গুলি চালায় ও বোমা মারে দুস্কৃতীরা। গুলিতে আহত হন ওই সংসদের তৃনমূল প্রার্থী শিপ্রা সাহার মামাশ্বশুর অমৃত সাহা।লুঠ করা ব্যালট পেপার।
ভয়ে পালিয়ে যান ভোটকর্মীরা। তান্ডব চালিয়ে দুস্কৃতীরা মোটরবাইকে চেপেই এলাকা ছেড়ে চলে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে দেবীনগর মহারাজা এফ পি স্কুলের ভোটগ্রহন কেন্দ্রে। তৃনমূল প্রার্থী শিপ্রা সাহার অভিযোগ, আক্রমণকারীরা কেউই তৃনমুলের কর্মী নয়। এরা সকলেই বহিরাগত দুস্কৃতী।।