January 11, 2025

অল্পের জন্য ট্রেন দুর্ঘটনা থেকে রাধিকাপুর-কাটি হার প্যাসেঞ্জার রক্ষা পেল

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–সোমবার অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাধিকাপুর–কাটিহার প্যাসেঞ্জার ট্রেন।রেলের আর পি এফ সূত্রের খবরে জানা যায় সোমবার সকাল সাড়ে দশটার সময় প্রতিদিনের মত রাধিকাপুর থেকে কাটি হার যাবার সময় রায়গঞ্জ-বাঙালবাড়ী স্টেশনের মাঝে রেল লাইনের মাঝে

বেশ কিছু বোম গ্রামবাসীরা দেখতে পায়।সাথে সাথে গ্রাম বাসীরা রেলের গেটম্যানকে এই খবরটি জানিয়ে দেয়।রেলের গেটম্যান তৎক্ষণাৎ রায়গঞ্জ ও বাঙালবাড়ি স্টেশন মাস্টারকে এই খবর জানিয়ে দেয়।ইতিমধ্যেই ট্রেনটি ঘটনাস্থলের কিছু দূরে এলে ট্রেনটিকে থামানো হয়

।ঘটনাস্থলে ছুটে আসেন আর পি এফের সিনিয়র কমান্ড্যান্ট অরুন কুমার চৌরাশিয়া,আর পি এফ ইন্সপেক্টর নজরুল খান,আর পি এফ হেড কনেস্টবল সমীর রায়, আর পি এফ তেজপাল সিং।মালদা থেকে রেলের বোম স্কোয়ার্ডের দল খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে।খবর নিয়ে জানা যায় সোমবার পঞ্চায়েত নির্বাচনের জন্য কোন একটি রাজনৈতিক দল  এই বোমগুলি রেল লাইনের মাঝে লুকিয়ে রেখেছিল পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যবহার করবার জন্য। আসলে ট্রেনে দুর্ঘটনা ঘটানো নাকি তাদের উদ্দেশ্য ছিলনা বলেই রেল দপ্তরের কোন কোন আধিকারিকরা মনে করছে।তবে রেল দপ্তর থেকে এর তদন্ত করা হবে বলে জানা যায়।

 গ্রামবাসীরা যদি এটা না দেখতে পেত তাহলে একটি বড় ঘটনা ঘটে যেতে পারতো বলে অনেকেই মনে করছে। উদ্ধার হওয়া বোমগুলি নিষ্ক্রিয় করবার পর পুনরায় ট্রেনটিকে যাত্রা করবার অনুমতি দেয় কাটি হারের ডি আর এম।এই ঘটনায় গ্রাম বাসীদের পুরস্ক্রিত করবার কথা ভাবা হচ্ছে বলে জানা জায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *