সামান্য বৃষ্টিতেই নাজেহাল কালিয়াগঞ্জ বাসী।
1 min read
পিয়া গুপ্তা ঃ- সামান্য হোক কিংবা ভারী। বৃষ্টি মানেই নরকযন্ত্রণা কালিয়াগঞ্জ বাসীর। সামান্য বৃষ্টিতেই বেহাল নিকাশি ব্যাবস্থা নাজেহাল সাধারণ মানুষ।
দীর্ঘ দিন ধরে কালিয়াগঞ্জ শহরে গুরুত্বপূর্ণ হাসপাতাল মোড থেকে নিউ শিবানী পর্যন্ত রাস্তা অল্প বৃষ্টিতে ব্যাপক জল জমে যাওয়ায় সাধারণ মানুষ ভীষণ ক্ষুব্ধ ।প্রতিবারই দেখা যায় সামান্য বৃষ্টিতেই এই এলাকায় একহাঁটু জল জমে যায় ।ফলে নিত্য সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে।পথ চলতি মানুষদের অভিযোগ এই সমস্যা দীর্ঘদিনের।সামান্য বৃষ্টিতে এই এলাকা দিয়ে যাতাযাতের সমস্যা দেখা যায় ।বহু যান চলাচল ও বন্ধ হয়ে যায় সামান্য বৃষ্টিতেই ।তাদের বক্তব্য ভোট আসে ভোট যায় কিন্তু এই সমস্যার সমাধান আর হয়না ।ফলে মানুষ চলাচলে বটেই, বেজায় অসুবিধের সম্মুখীন হতে হয় গাড়ি, অটো, টোটো বা রিকশাতেও। মঙ্গল বার সামান্য বৃষ্টিতেই বেহাল অবস্থার সৃষ্টি হয় হাসপাতাল রোড থেকে নিউ শিবানী।এই ব্যাপারে কালিয়াগঞ্জ পৌরসভার উপপৌরপ্রধান বসন্ত রায় জানান এই সমস্যা দীর্ঘদিনের ।এই সমস্যা সমাধানের জন্য কালিয়াগঞ্জ পৌরসভা থেকে হাইড্রেন
তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ।যার কাজ ইতিমধ্যে বহু জায়গায় শুরু হয়ে গেছে।
তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে ।যার কাজ ইতিমধ্যে বহু জায়গায় শুরু হয়ে গেছে।