ভোটের ডিউটিতে এসে এখনও নিখোঁজ এক স্কুল শিক্ষক
1 min read
প্রদিপ সিংহা (করনদিঘি) ঃ ভোটের ডিউটিতে এসে এখনও নিখোঁজ এক স্কুল শিক্ষক। গতকাল থেকে নিখোঁজ রয়েছে ভোট কর্মী। নিখোঁজ ওই ভোটকর্মীর নাম
রাজকুমার রায়।ইটাহার বানবোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্র থেকে নিখোঁজ হন রাজ কুমার রায় নামে এই ভোট কর্মী ইটাহারের সোনাপুর এফপি
স্কুলে ভোট নিতে গিয়েছিলেন রাজকুমার রায়।।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শেষ বারের জন্য পরিজনদের সাথে ফোনে কথা
বলেছিলেন তিনি। রাত ১২টার মধ্যে বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন বলে পরিবারের দাবি।
রাজকুমার রায়।ইটাহার বানবোল প্রাথমিক বিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্র থেকে নিখোঁজ হন রাজ কুমার রায় নামে এই ভোট কর্মী ইটাহারের সোনাপুর এফপি
স্কুলে ভোট নিতে গিয়েছিলেন রাজকুমার রায়।।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় শেষ বারের জন্য পরিজনদের সাথে ফোনে কথা
বলেছিলেন তিনি। রাত ১২টার মধ্যে বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন বলে পরিবারের দাবি।
কিন্তু এরপর দীর্ঘ সময় কেটে গেলেও বাড়ি ফেরেননি ওই ভোট কর্মী।এদিকে ইটাহার ব্লক
প্রশাসন সূত্রে খবর, ভোট চলাকালীন রাত ৮ টা নাগাদ শৌচকর্ম করার কথা বলে বুথ থেকে
বেরিয়ে যান রাজকুমার রায়। কিন্তু এরপর দীর্ঘসময় কেটে গেলেও রাজকুমার রায়ের কোনও
খোঁজ মেলেনি। জানা গেছে, মধ্যরাতে রাজকুমার বাবুর খোঁজ করতে তাঁর পরিজনরা পৌঁছান
ইটাহার ব্লক অফিসে। এরপর মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ইটাহার থানায় একটি নিখোঁজ
অভিযোগ দায়ের করেন ইটাহারের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজু লামা। তবে এখনও কোনও খোঁজ
মেলেনি তাঁর।এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ ব্লকের সোনাডাঙি এলাকার রেল লাইনের
ধাত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। রেল পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে
রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজকুমার রায়ের প্রতিবেশী তথা সহকর্মী
রবীন্দ্রনাথ বিশ্বাস এই খবর পেতেই মর্গে ওই মৃতদেহটি দেখে এসেছেন। তাঁর দাবি ,
উদ্ধার হওয়া মৃতদেহটি রাজকুমার রায়ের। যদিও পুলিশ সূত্রে এখনও ঘটনার সত্যতা
স্বীকার করে নেওয়া হয়নি।
প্রশাসন সূত্রে খবর, ভোট চলাকালীন রাত ৮ টা নাগাদ শৌচকর্ম করার কথা বলে বুথ থেকে
বেরিয়ে যান রাজকুমার রায়। কিন্তু এরপর দীর্ঘসময় কেটে গেলেও রাজকুমার রায়ের কোনও
খোঁজ মেলেনি। জানা গেছে, মধ্যরাতে রাজকুমার বাবুর খোঁজ করতে তাঁর পরিজনরা পৌঁছান
ইটাহার ব্লক অফিসে। এরপর মঙ্গলবার সকাল ১০টা নাগাদ ইটাহার থানায় একটি নিখোঁজ
অভিযোগ দায়ের করেন ইটাহারের সমষ্টি উন্নয়ন আধিকারিক রাজু লামা। তবে এখনও কোনও খোঁজ
মেলেনি তাঁর।এদিকে মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জ ব্লকের সোনাডাঙি এলাকার রেল লাইনের
ধাত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। রেল পুলিশ খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে
রায়গঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। রাজকুমার রায়ের প্রতিবেশী তথা সহকর্মী
রবীন্দ্রনাথ বিশ্বাস এই খবর পেতেই মর্গে ওই মৃতদেহটি দেখে এসেছেন। তাঁর দাবি ,
উদ্ধার হওয়া মৃতদেহটি রাজকুমার রায়ের। যদিও পুলিশ সূত্রে এখনও ঘটনার সত্যতা
স্বীকার করে নেওয়া হয়নি।