January 10, 2025

ঝড়-বৃষ্টির ‘কাঁটায় বিদ্ধ’ হতে পারে পুনর্নির্বাচন

1 min read
 
পিয়া গুপ্তা ,উত্তর দিনাজপুর
‘বাংলায়  আগে কখনও এমন নগ্ন সন্ত্রাসের ভোট দেখেনি’ জেলাবাসী।তাই আবারো পুননির্বাচনের সিদ্ধান্ত নিল রাজ্য নির্বাচন কমিশন।তবে এবার  ঝড়-বৃষ্টির ‘কাঁটায় বিদ্ধ’ হতে পারে পুনর্নির্বাচন  ।
এদিন বুধবার সকাল থেকে জেলা গুলিতে কম বেশী বৃষ্টির দেখা মেলে।এর মধ্যে বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলাও ।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ,কালিয়াগঞ্জ ,হেমতাবাদ সহ বহু জায়গায় এদিন সকাল 6 টা থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়ে যায় ।
এর ফলে পুন ভোটগ্রহণ কেন্দ্রে অনেকে নাও যেতে পারেন বলে কোনও কোনও মহলে আশঙ্কা দেখা দিয়েছে৷ 
উল্লেখ্য আজ উত্তর দিনাজপুর জেলার 73 টি বুথে পুনর্নির্বাচন হবে।সকাল 7 টা থেকে বিকাল 5 টা পর্যন্ত পুন ভোট গ্রহণ চলবে।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ,ইসলামপুরে  ,করণদিঘি,গোয়ালপোখর, হেমতাবাদ,ইটাহার সহ মোট 26 টি ভোট গ্রহণ কেন্দ্রে অশান্তির রির্পোট ও 14 টি ভোট গ্রহণ কেন্দ্রে ছাপ্পা ভোটের রিপোর্টের ভিত্তিতে আজ পুন ভোট গ্রহণ হবে।
তবে তারই মাঝে বাঁধ সেজেছে বৃষ্টি। সকাল  6 টা থেকে  বৃষ্টি পড়তে শুরু করছে উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *