গুলি,বোমা ক্যাম্প ভেঙে ফেলার অভিযোগ উত্তর দিনাজপুরে।।
1 min readউত্তর দিনাজপুর জেলার চোপডাতে আজ যখন ভোট গণনার শুরুর ঠিক আগের মূহূর্তে কংগ্রেস ,সিপি এম,বিজেপির এজেন্টরা কাউন্টিং হলে ঢুকতে গেলে সেই সময় বাধা দেয় শাসক তৃণমূল কংগ্রেসের সমর্থক রা ।এর ফলে ঘটনাস্থলে চরম উত্তেজনা দেখা দেয় ।ঘটনাস্থলের সামনে বিরোধী দলের অস্থায়ী ক্যাম্প ভেঙে ফেলা হয় ।শূন্যে গুলি ছোড়া হয়।ব্যাপক বোমাবাজি করা হয় ।