January 11, 2025

কালিয়াগঞ্জের গ্রাম পঞ্চায়েত গুলি বিজেপি দখল নিলেও্ পঞ্চায়েত সমিতি তৃণমূলের হাতেই

1 min read

কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা
তপন চক্রবর্তী অবশেষে উর্দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েত গুলির অধিকাংশই বিজেপি দখল করলেও তৃণমূলের হাত থেকে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ছিনিয়ে নিতে পারেনি গেরুয়া বাহিনী। তৃণমূল  পুনরায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি ধরে রাখতে সমর্থ হল। জানা যায় কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ২৪টি আসনের মধ্যে শাসক তৃণমূল কংগ্রেস ১৩টি আসন এবং বিজেপি ১১টি আসন পায়।কংগ্রেস ও বামেদের  কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতিতে খাতা খোলার কোন সুযোগই দেয়নি জনতা জনার্দন। পঞ্চায়েত সমিতি দখলের কাছে এসেও বিজেপি থমকে দাঁড়িয়ে পড়েছে।  অপরদিকে কালিয়াগঞ্জ ব্লকের ৩টি জেলা পরিষদের আসনের মধ্যে ২টিতে শাসক তৃণমূল ও ১টি আসনে বিজেপি জয়ী হয়েছে।জেলা পরিষদের হেভিওয়েট প্রার্থী তথা তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সম্পাদক অসীম ঘোষ বিজেপি প্রার্থী কমল সরকারের কাছে পরাজিত হয়।তৃণমূলের হেভিওয়েট নেতা অসীম ঘোষ হেরে যাওয়ায় তৃণমূল দলের সমর্থকরা মুষড়ে পড়েছে। তবে রাজনৈতিক মহলের ধারণা তৃণমূল দলের এই হেভি ওয়েট নেতাকে দলের মধ্যে থেকেই একটি অংশ অসহযোগীতা  করার কারনে তাকে হারতে হয়েছে।জানা যায় বিজেপির কমল সরকারের কাছে বেসরকারি সূত্রের খবর অনুযায়ী ৫৯৫ ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়। অসীম ঘোষ জেলা পরিষদের আসনে জয়ী না হওয়ায় অনেকের ধারণা কালিয়াগঞ্জের উন্নয়ন মূলক কাজে অনেকটাই ব্যাঘাত সৃষ্টি হতে পারে।অপর দিকে তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি দধি মোহন দেবশর্মা বিজেপির নিমাই কবিরাজকে অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী ১৯০০ শো ভোটের ব্যবধানে হারিয়ে জয় হাসিল করে নেন।কালিয়াগঞ্জ ব্লকের অপর তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী তথা নতুন মুখ মমেনা আহমেদ  বিজেপি প্রার্থী সবিতা সরকারকে পরাজিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *