January 11, 2025

এই তারকার স্ত্রী এবার পুলিশের হাতে নিগৃহিত।

1 min read

পুলিশের হাতে নিগৃহীত তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভা সোলান্কি। গতকাল সন্ধ্যায় জামনগরে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তার গাড়ীর সাথে ধাক্কা লাগে এক পুলিশ কনস্টেবল এর বাইকের।
এবং সেই পুলিশ কনস্টেবল তৎক্ষণাৎ নিজের বাইক থেকে নেমে এসে তারকা ক্রিকেটার এর স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন এমনকি তার বিরুদ্ধে চড় মারেন। এক প্রতক্ষদর্শীর বয়ান অনুযায়ী একটি ছোট ঘটনা কে কেন্দ্র করে পুলিশ কনস্টেবল একটু বেশি আক্রমণাত্মক মেজাজ দেখিয়েছেন ক্রিকেটার এর স্ত্রীর প্রতি। এমনকি চড় মারেন তাকে।অভিযুক্ত কনস্টেবল এর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ জানিয়েছেন জাদেজার স্ত্রী। ইতিমধ্যে সনাক্ত করা হয়েছে অভিযুক্ত কনস্টেবল কে। সঞ্জয় আহির নামের সেই অভিযুক্ত পুলিশ কর্তা কে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এক্ষেত্রে জামনগরের ডি. এস. পি প্রদীপ সেজুল নিগৃহীত ক্রিকেটার এর স্ত্রী কে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়ে তার পাশে দাড়িয়েছন। দোষীর উপযুক্ত শাস্তি হবে এমনটাই জানিয়েছেন তিনি।সময়টা একদমই ভালো যাচ্ছে না রবীন্দ্র জাদেজার। ব্যাটে বলে একদমই ছন্দে দেখা যাচ্ছে না তাকে। এইবার চেন্নাইয়ের হয়ে ১৪ ম্যাচে মাত্র ৮৬ রান এবং ৯ উইকেট নিয়েছেন এই বোলার।যদিও তার দল পৌছে গেছে প্লে অফে। আজ মুম্বইতে তারা মুখোমুখি হতে চলেছে হায়দ্রাবাদ এর। স্ত্রীর নিগ্রহের খবরের পরিপ্রেক্ষিতে এখনও অবধি কোনো প্রতিক্রিয়া পাওয়া যাইনি এই চেন্নাইয়ের অলরাউন্ডার এর কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *