উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহ যোগীতায় পাঁচদিন ব্যাপী উত্তর-দক্ষিণ নাট্য উৎসবের উদ্বোধন
1 min read
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ,–শুক্রবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে ও পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সহ যোগীতায় পাঁচদিন ব্যাপী উত্তর-দক্ষিণ নাট্য উৎসবের উদ্বোধন হয়।প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নাট্য উৎসবের উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা কার্তিক চন্দ্র পাল।তিনি বলেন নাটকের শহর কালিয়াগঞ্জের নাট্য দলগুলি এই শহরের সুনাম যেভাবে সারা রাজ্যের সাথে পার্শবর্তী বাংলাদেশেও ছড়িয়ে দিয়েছে তার জন্য আমরা গর্বিত।এই শহরের নাটকের উন্নয়নে কালিয়াগঞ্জ পৌরসভা সবসমযের জন্য পাশে থাকবে।উদ্বোধনি অনুষ্ঠানে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায় বলেন উত্তর ও দক্ষিন বঙ্গের নাট্য দলগুলোর নাটক দেখার সুযোগ করে দেবার জন্য তিনি বিচিত্রা নাট্য সংস্থাকে অভিনন্দন জানান।
উপস্থিত ছিলেন বিচিত্রা নাট্য সংস্থার সভাপতি রবীন্দ্র নাথ কুন্ডু।বিচিত্রা নাট্য সংস্থার সম্পাদক অরিন্দম ঘোষ বলেন পাঁচ দিনের এই নাট্য উৎসবে দক্ষিণ বঙ্গের বহরমপুর ও কল্যাণীর দুটি নাট্য দল অংশগ্রহণ যেমন করবে তেমনি উত্তর বঙ্গের কোচবিহার,শিলিগুড়ি,মালদা ও উত্তর দিনাজপুর জেলার নাট্য দলগুলি তাদের নাটক মঞ্চস্থ করবে বলে জানায়।নাট্য উৎসবের প্রথম দিন কালিয়াগঞ্জ বিচিত্রা নাট্য সংস্থা নাট্য ব্যক্তিত্ব হরিমাধ্ব মুখোপাধ্যাযের রচনা ও নির্দেশিত গনেশ গাঁথা নাটকটি মঞ্চস্থ করে দর্শকদের ভূয়সী প্রশংসা অর্জন করে। কালিয়াগঞ্জের বিচিত্রা নাট্য সংস্থার উদ্যোগে এই উত্তর ও দক্ষিণ নাট্য উৎসব চলবে আগামী ২৯শে মে পর্যন্ত।