বিজেপির জয়ী প্রার্থী দের নিয়ে বিজয় মিছিল ইসলামপুরে
1 min read
এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সারা রাজ্যের পদ্ম ফুটেছে কমম বেশি করেই। রাজ্যের কম বেশি প্রতিটি জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমমিতি থেকে শুরু করে জেলা পরিষদ আসনেও। যার নিরিখে বিগত দিনের তুলনায় এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অনেকটাই শক্তি শালি হয়েছে গেরুয়া শিবির। সেই মতে রবিবার ছুটির দিনে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে একটি বিজয় মিছিলের আয়োজন করা হয়। এদিন দুপুরে জয়ী গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত বিজেপি প্রার্থীদের সাথে ছোট থেকে বড় মহিলা পুরুষ সকলে এক সাথে ব্যান্ড পার্টি সাথে নিয়ে একে অপরকে গেরুয়া রঙে রাঙ্গীয়ে তোলে।
এদিন বিজয় মিছিল ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর থেকে শুরু হয়ে ৩১ নাম্বার জাতীয় সড়ক দিয়ে কলেজ পাড়া এলাকায় শেষ হয়। এদিন বিজেপি কর্মি ও সমর্থকদের উৎসাহতা ছিল ভালোই। এদিনের বিজয় মিছিলে বিজেপি জয়ী প্রার্থীরা জানান, এবারের পঞ্চায়েত নুর্বাচনে শাসক দলের সন্ত্রাসকে উপেক্ষা করে সাধারন মানুষ যেভাবে বিজেপিকে আর্শিবাদ দিয়ে তাতে করে বোঝা যায়
সাধারন মানুষ যে তাদের সাথে আছে।