গৃহবধুর গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, বাড়িতে একলা পেয়ে ধর্ষণের চেষ্টা এক গৃহবধুকে বাধা দিতে গেলে গৃহবধুর গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, সোমবার ভোর রাতে রতুয়া থানার রতনপুর পশ্চিম খাসমহল গ্রামে। রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই চলছে তার চিকিৎসা। জানা গিয়েছে, ওই গৃহবধূর স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করে। বেশ কিছুদিন আগে দিল্লিতে কাজ করার সময় গৃহবধূদের সাথে ওই অভিযুক্ত যুবকের সাথে আলাপ হয়। এরপর গৃহবধূ বাড়ি চলে এলে ওই যুবক একলা পেয়ে গৃহবধূর ঘরে ঢুকে এবং ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। বাধা দিতে গেলে গৃহবধূর গলার নলি কেটে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর তড়িঘড়ি গৃহবধূকে উদ্ধার করে পরিজনেরা ভর্তি করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত সুকুরিয়া চৌধুরী ঘটনার পর থেকে পলাতক। তবে কী কারণে এমন ঘটনা ঘটলো তা তদন্ত শুরু করেছে রতুয়া থানা পুলিশ।