ট্যারেন্টুলার কামড়ে অসুস্থ চন্দনা
1 min read
পশ্চিম মেদিনীপুর:- মাকড়সার কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হলেন এক যুবতি। নাম চন্দনা দাস। পশ্চিম মেদিনীপুরের বেলদার দেউলি মধ্যপাড়ার ঘটনা। কাল সন্ধেয় চন্দনাকে বেলদা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরিবারের সদস্যদের সন্দেহ, চন্দনাকে ট্যারেন্টুলায় কামড়েছে।স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাতে বেলদা থানার দেউলী মধ্য পাড়ার একটি বাড়িতে মাকড়সাটি দেখা যায়। কিন্তু ওই সময় বাড়ির বাইরে বেরোতে গিয়ে চন্দনা দাস নামে ওই গৃহবধূর পায়ে কামড়ে নেয় মাকড়সা। কিছুক্ষনের মধ্যে মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তার শারিরীক অবস্থাও এখন বেশ স্থিতিশীল।তবে এদিন মহিলাটির বাড়িতে কেবল একটা নয়, দু দুটি ট্যারেন্টুলা হানা দিয়েছিল বলে জানা গিয়েছে। প্রথমে আতঙ্কে একটি মাকড়সাকে মেরে ফেলে বাড়ির লোকেরা। কিন্তু আরেকটি ট্যারেন্টুলাকে উদ্ধার করে বন দফতরে খবর দেন তারা। তবে গোটা ঘটনার পর
ব্যাপক আতঙ্কে রয়েছে গোটা বেলদা এলাকা।