ব্যাঙ্ক থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে একের পর এক মানুষকে ঠকাতে গিয়ে এবারে ধরা পরে গেলেন এক ব্যাক্তি
1 min read
ব্যাঙ্ক থেকে লোন পাইয়ে দেওয়ার নাম করে একের পর এক মানুষকে ঠকাতে গিয়ে এবারে ধরা পরে গেলেন এক ব্যাক্তি ।এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায়। অভিযুক্তের নাম বাপ্পা সেন । তাকে উত্তমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ক্ষিপ্ত জনতা । ধৃত ব্যাক্তি বাপ্পা সেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের কর্মী হিসেবে পরিচয় দিতেন নিজের । গ্রামের অসহায় মানুষ যখন লোন পাওয়ার জন্য খুরছেন । সেই সময় একশ্রেণীর দালাল তাদের কাছথেকে টাকা ,বাড়ির দলিল ,আধার কার্ড ও অন্যান্য কাগজত্র আটকে রেখে বারবার টাকা হাতানোর কাজ করতেন তাদেরই একজন বাপ্পা সেন । আজ সুপ্রিয়া সেনের অভিযোগ মতো তাকে আটক করে পুলিশ তুলে দেওয়া হয় । তার আগে বেশকিছু কিলচর ও দিলো জনতা । রায়গঞ্জ থানার পুলিশ এসে অভিযুক্ত কে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।