January 11, 2025

পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের তৃনমূল কংগ্রেসের ডাকে বিক্ষভ মিছিলের আয়োজন

1 min read
দিনের পর দিন যেভাবে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে। সেখানে দারিয়ে মূল্য বৃদ্ধির ফললে নিত্য সামগ্রী মূল্য বৃদ্ধি হয়েছে। এতে করে সাধারন মানুষ সমস্যায় পড়েছে। তাই এই প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃনমূল কংগ্রেস। সেই মতে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার  গোয়ালপোখর-১ ব্লকের তৃনমূল কংগ্রেসের ডাকে এক বিক্ষভ মিছিলের আয়োজন করা হয়। এই বিক্ষভ মিছিলে উপস্থিত ছিলেন গোয়ালপোখর-১ ব্লকের তৃনমূল কংগ্রেসের নেতৃত্বগুণ সহ ব্লক সভাপতি গোলাম রসুল ও যুব তৃণমূল  সভাপতি  সত্য  রঞ্জন  বিশ্বাস  এবং নাসিম  এসেসান  সালাউদ্দিন  রাউফ  নেফে  এবং বিভিন্ন তৃনমূল কংগ্রেসের কর্মীরা। এদিন বিক্ষোভ  মিছিলটি গোয়ালপোখর থানার সামনে থেকে শুরু করে গোয়ালপোখর বিডিও অফিসের সামনে এসে মিছিলটি শেষ হয়। এদিনের মিছিলে প্রচুর তৃনমূল কর্মিরা অংশ গ্রহণ করে।

6 thoughts on “পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর-১ ব্লকের তৃনমূল কংগ্রেসের ডাকে বিক্ষভ মিছিলের আয়োজন

  1. Me han tratado con IMRT, a la que llamo soldadora de puntos priligy medication The most abundant protein, albumin, is made by about 1 of the liver s cells, and the abundance of the cells producing the other proteins parallels the liver s overall output of each protein

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *