January 11, 2025

ডিজেল – পেট্রল লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে বি জে পি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল করল তৃনমূল কংগ্রেস

1 min read
অনুপ জয়সোয়াল ডিজেল – পেট্রল লাগাম ছাড়া  মূল্যবৃদ্ধির প্রতিবাদে বি জে পি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার  মিছিল করল তৃনমূল কংগ্রেস। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শহর ও ব্লক তৃনমূল কংগ্রেসের ডাকে শহরের বিবেকানন্দো মোড়ের দলীয় কার্যালয় থেকে ধিক্কার  মিছিল করে তৃনমূল।  তৃনমূল কংগ্রেসের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল কালিয়াগঞ্জ শহর   পরিক্রমা করে  তৃনমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশও করে তৃনমূল।এদিন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান, দিনের পরর দিদিন যেভাবে ডিজেল- পপেট্রলের দদাম বৃদ্ধি পাচ্ছে তাতে করে    আমরা  মরছি। কারন ডিজেল – পেট্রলের মূল্য বৃদ্ধি হলে সব সামগ্রীর দাম বৃদ্ধি পায়। আর আমাদের  প্রধানমন্ত্রী  দেশ বাসির কথা চিন্তা নানা করে বিদেশ ঘুরছেন। এদিনের ধিক্কার মিছিলে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,তৃনমূল শহর সভাপতি জয়ন্ত সাহা, জেলা যুব নেতা অনির্বান চক্রবর্তী, সহ বেশ কিছু পৌর  কাউন্সিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *