বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে যৌনাঙ্গ কেটে খুন
1 min read
হাত, পা, গলা ও যৌনাঙ্গ কেটে খুন ।বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে।মৃতের নাম সুব্রত অঙ্কুর। এক যুবককে নৃশংসভাবে খুনের অভিযোগ সিউড়িতে। খুনের ঘটনায় অভিযোগের তির নিহত যুবকের স্ত্রী ও বন্ধুর দিকে।সিউড়ির চাকদহের বাসিন্দা ছিলেন সুব্রত। পাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, বন্ধু সঞ্জয়ের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুব্রত। এই নিয়ে সংসারে নিত্য অশান্তি লেগে থাকত। এরপরই এদিন সুব্রতর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কেউ বা কারা নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে সুব্রতকে, এমনটাই অভিযোগ।খুনের ঘটনায় প্রাথমিকভাবে সন্দেহের তির সুব্রতর স্ত্রী ও বন্ধু সঞ্জয়ের দিকেই। পুলিস অভিযুক্তদের গ্রেফতার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের জেরা করে বহু অসঙ্গতি মিলেছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিস।