January 11, 2025

কালিয়াগঞ্জে সাতদিনের পঞ্চতত্ত্বের মাধ্যমে প্রাকৃতিক ও যোগ চিকিৎসা শিবির

1 min read
তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–,কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া কালিয়াগঞ্জ শহরের মহাবীর ভবনে মাত্র সাত দিনের জন্য পঞ্চতত্বের মাধ্যমে ডাঃ হংস রাজ আগরওয়ালার উদ্যোগে প্রাকৃতিক চিকিৎসা শিবির শুরু হল।এই প্রাকৃতিক চিকিৎসায় যেমন ডায়া বেটিস,মেদ গ্যাস,কোষ্ঠকাঠিন্য,পেটের রোগ,কোমরের যন্ত্রনা,স্পন্ডেলাইটিস, বাতরোগ,কলেস্টল প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে প্রশিক্ষণ চলছে,তেমনি পঞ্চ তত্বের মাধ্যমে যেমন–মাটি,জল,বায়ু,সূর্যকিরণ ও উপবাসের মাধ্যমেও জীবন থেকে রোগ নির্মূল করতে প্রশিক্ষণ শুরু হয়েছে বলে প্রাকৃতিক চিকিসক ডাঃ হংস রাজ আগরওয়াল জানান।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি আরও জানাান প্রতিদিন তাদের শিবিরে কোটি স্নান,বমন ভৌতি,পেটে সেক মাটিপট্টি,পেটমালিস ফুটব্যাথ,স্টিমব্যাথ,জল ও কম্বলপট্টি,মাটিলেপ, জলপট্টি,মলদ্বারে মাটির সাহায্যে কালিয়াগঞ্জ শহরের বয়স্ক মহিলা ও পুরুষদের সাথে যুবক যুবতীরাও প্রতিদিন ভোর ৫টা থেকে এই চিকিৎসার প্রশিক্ষণ নিচ্ছে। ডাঃ হংস রাজ আগরওয়াল জানান কালিয়াগঞ্জ শহরে এর পূর্বেও কয়েকবার প্রাকৃতিক চিকিৎসা ও যোগ শিবিরের আয়োজন করা হয়েছিল।কিনতু এবার অভূতপূর্ব সারা পড়েছে শহরের মানুষদের মধ্যে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *