কয়েক লক্ষ টাকার নেশার সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করল বিএসএফ
1 min read
গোপন সূত্রের খবর অনুযায়ী একটি ছোট ভ্যানকে ধাওয়া করে কয়েক লক্ষ টাকার নেশার সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করল বিএসএফ। বাংলাদেশে সামগ্রীগুলি পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিলো বলে দাবী। তবে পচারের কাজে যুক্ত কাউকে আটক করতে পারেনি বিএসএফ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে কে বা কারা এই পাচারে যুক্ত তার তদন্ত শুরু হয়েছে। জানাগেছে, সোমবার সকালে পতিরাম বিএসএফ ক্যাম্প থেকে চার কিলোমিটার দূরবর্তী বালুরঘাট দাঁড়াল মোড় এলাকায়ভ্যান থেকে উদ্ধার হয় ৩ হাজার ৪ শত বোতল নেশা জাতীয় কফ সিরাপ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপনসূত্রের খবর অনুযায়ী ভ্যানটিকে হানা মেরেছিল ১৮৩ ব্যাটেলিয়ন এর বিএসএফ। দাঁড়াল মোড় এলাকায় গাড়িতে ফেলে পালায় পাচারকারীরা। উদ্ধার হওয়া ফেন্সিডিলের বাজার দর ৪ লক্ষ ৭৬ হাজার ৮৫০ টাকা। এছাড়া উদ্ধার গাড়িটির আনুমানিক মুল্য দেড় লক্ষাধিক। ১৮৩ বিএসএফের কমান্ডান্ট শেখ মাসুদ মহম্মদ জানান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সামগ্রীগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে তাদের প্রাথমিক অনুমান। উদ্ধার সামগ্রী শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হবে