সংসার সুখী হয় রমনীর গুনে"!!! ফের রায়গঞ্জ এ আক্রমণকারীর হাতে মহিলা গ্রেপ্তার এক
1 min read
তন্ময় দাস,রায়গঞ্জ :“সংসার সুখী হয় রমনীর গুনে” কিন্তু সেই রমনীদের এখনো পথে চলা দিনকা দিন নানা মুশকিল পড়তে হয় বিভিন্ন বাধার মুখে পড়ে মহিলারা। কিছুদিন আগে মহিলা দের উপড় আক্রমণ এ বারবার উত্তপ্ত ও আগ্নীগর্ভ হয়েছে উত্তর দিনাজপুর জেলা। এর পরেই মহিলা দের আত্মরক্ষার জন্য নামানো হয় মহিলা পুলিশ দের কিন্তু তবু দমন করতে পারে নি এই সমাজের দুষ্কৃতি দের ফের একি ভাবে মহিলাদের উত্তপ্ত করা হল রায়গঞ্জ মহিলাদের। মহিলাদের উত্যক্ত করার অভিযোগে এক যুবককে মারধোর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি রবিবার রাতে রায়গঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ঘটেছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রায়গঞ্জ থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে নিজ হেপাজতে নিয়েছে । ধৃত ওই যুবকের নাম রাকেশ সিং (২২) তার বাড়ি রায়গঞ্জ থানার মোহিনীগঞ্জ গ্রামে। ধৃত যুবক বর্তমানে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। এই দিনের উকিলপাড়া এই ধরণের ঘটনায় ফের মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। য়দিও গোটা ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।