January 11, 2025

মারাই গেল বালুরঘাটের সেই আতঙ্ক সৃষ্টিকারী পাগল ষাড়টি

1 min read


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গত কাল বালুরঘাট আর্যসমিতি এলাকায় আতঙ্ক সৃষ্টিকারী পাগল ষাড়টি মারা গেল অবশেষে। গতকাল রাতে বনদপ্তর ২-৩ ঘন্টার চেষ্টায় ষাড় টিকে বাগে আনে। আজ সকালে আবার বাঁধন ছিরে বেড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে। একটি বাড়িও ভাঙচুর করে বলে খবর। তারপর একটি ষাড়ের সাথে লড়াইও করে বলে খবর। তারপর পরে গিয়ে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে বালুরঘাটের পশুপ্রেমী সংগঠন BALURGHAT STEP  এর সভাপতি স্বপন রায় বলেন কাল থেকেই ঘটনাটির প্রতি আমাদের নজর ছিল। ডাক্তার বাবু পাগল ষাড়টির আয়ু ৪৮ ঘন্টা বলে জানিয়েছিলেন। তবুও বালুরঘাট মিউনিসিপালটি ও বন দপ্তর কাল রাতে তৎপরতার সাথে ষাড়টিকে বাগে আনে সেখানে আমরাও উপস্থিত ছিলাম।  আজ সকালেও যখন ষাড়টি ছুটে যায় তখনও  বনদপ্তর ও মিউনিসিপালটি তৎপরতা দেখিয়েছে। মোটের ওপর পশুপ্রেমী হিসেবে বনদপ্তর ও মিউনিসিপালটির তৎপরতা আমাদের  নজর কেরেছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *