কৃষান মান্ডিতে টোট চালকদের সভা
1 min read
অনুপ জয়সোয়াল:– তৃনমূল সমর্থিত শহর ও ব্লক টোট চালকদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈইল এলাকায় অবস্থিত কৃষান মান্ডিতে একটি সভার আয়োজন করা হয়। এদিনের সভায় আনুমানিক শহর ও ব্লকের ৫ শতাধিকের বেশি টোট চালোকেরা অংশ গ্রহণ করে। এদিনের সভায় উপস্থিত ছিলেন শহরের টোট চালক সংগঠনের সভাপতি সুব্রত মোদক ও ব্লকের সভাপতি হায়দার আলী, এবং শহর সম্পাদক সুকান্ত পাল ও ব্লক সম্পাদক উত্তর দেব।এদিন টোট চালকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচ
না করা হয়। বিশেষ করে এখোন বেশ কিছু টোট বিনা নাম্বারের শহরে ও ব্লকে দাপিয়ে বেড়াছে। কিছু সময়ে যাত্রীরা টোটতে তাদের সামগ্রী চেরে গেলে বিনা নাম্বার টোট চালকদের কাছে থেকে সেই সামগ্রী পায় না। তার সাথে সাথে পাশের দুটি ব্লক কুশমন্ডী ও হেমতাবাদ ব্লকের টোট চালক কালিয়াগঞ্জে চলে আসে,ফলে তাদের ক্ষতির মূখে পড়তে হচ্ছে। যাতে টোট ট্রাফিক নিময় মেনে চলে টোট চালায় সে সব বিষয়য় নিয়ে আলোচনা হয় এদিন।