স্কুলের সামনে মাইক বাজানোর প্রতিবাদ করায় কাউন্সিলার এর স্বামী আক্রান্ত
1 min read
রাজপুর-সোনারপুরের পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোনালী রায়ের স্বামী বিজিত রায় দুস্কৃতিদের দ্বারা আক্রান্ত।
খবরে প্রকাশ গত ৬ তারিখ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিন কিছু দুস্কৃতি রাজপুর-সোনারপুরের পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোনালী দেবীর ওয়ার্ডের দুটি স্কুলের সামনে মাইক বাজিয়ে সংবর্ধনা দিচ্ছিল সেদিন স্কুলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক রা অভিযোগ জানায়। আজ ও তারা একই কাজ করলে সোনালি দেবী ও তার স্বামী প্রতিবাদ জানায়। সে সময় দুষ্কৃতিরা সোনালি দেবীর স্বামীর ওপর হামলা চালায় ও তার জামা কাপর ছিরে দেয় বলে খবর।