উলুবেড়িয়া পূর্ব জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কম্বল,বস্ত্র বিতরণ ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা
1 min read
কৌশিক ঘোষ (হাওড়া) :- আজ বিকালে উলুবেড়িয়া পূর জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এলাকার গরীব মানুষদের বস্ত্র, ত্রিপল বিতরণ,ও এলাকার কৃতী ছাত্রছাত্রী ও খেলোয়াড়দের সংবর্দ্ধনা আনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাওড়া জেলা সদর জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তিনাথ চ্যাটার্জী, উলুবেড়িয়া পূর্ব জয়হিন্দ বাহিনী তৃণমূল কংগ্রেস শেখ রেজাবুল,স্হানীয় তৃণমূল কংগ্রেসের পঙ্চায়েত সদস্যরা সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রচুর সংখ্যক কৃতি ছাত্র ছাত্রী ,খেলোয়াড়দের সংবর্দ্ধিত করা হয়।পাশাপাশি এলাকায় প্রুচুর গরিব মানুষের হাতে বস্ত্র ও ত্রিপল বিতরণ করা হয়।