আচমকাই আসা ঘূর্নি ঝড়ে ক্ষতিগ্রস্থ হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ
1 min read
সুচন্দন কর্মকার :- আচমকাই আসা
ঘূর্নি ঝড়ে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ৯ নম্বর
ওয়ার্ডের পীড়পুকুর পাড়ায়।এদিনের দুপুরের বৃষ্টিপাতের
সময় আচমকাই এই ঘূর্নিঝড় বয়ে যায় শহরের এক পাশে অবস্থিত এই পীড়পুকুর পাড়ায়।
ঘূর্নি ঝড়ে একাধিক বাড়ি ক্ষতিগ্রস্থ হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ৯ নম্বর
ওয়ার্ডের পীড়পুকুর পাড়ায়।এদিনের দুপুরের বৃষ্টিপাতের
সময় আচমকাই এই ঘূর্নিঝড় বয়ে যায় শহরের এক পাশে অবস্থিত এই পীড়পুকুর পাড়ায়।
এই ঝড়ের আভাস
পায়নি শহরের অন্যান প্রান্তের মানুষ।এদিনের ঝড়ে মূলত কাচা বাড়ির ক্ষতি হয়েছে।বাড়ির
টিনের চাল ঝড়ের হাওয়ায় উড়ে গিয়ে বিদ্যুৎ খুটির মাথায় লটকে যাবার মতো ঘটনা হয়েছে। এছাড়াও
এদিনের বৃষ্টির সাথে বাজ পড়ে শহরের ৭ নম্বর ওয়ার্ডের এলাকায় বেশ কিছু বাড়ির বিদ্যুৎ
সামগ্রী ও মোবাইল নষ্ট হওয়ার খবর পাওয়া যায়।ঘূর্নি ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে ৯ নম্বর
ওয়ার্ড কাউন্সিলার শিল্পী সরকার বিপাকে পড়া
পরিবারের পাশে দাড়িয়েছেন।পুরসভার তরফে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সাহায্য করতে উদ্যোগী
হয়েছেন ওয়ার্ড কাউন্সিলার।
পায়নি শহরের অন্যান প্রান্তের মানুষ।এদিনের ঝড়ে মূলত কাচা বাড়ির ক্ষতি হয়েছে।বাড়ির
টিনের চাল ঝড়ের হাওয়ায় উড়ে গিয়ে বিদ্যুৎ খুটির মাথায় লটকে যাবার মতো ঘটনা হয়েছে। এছাড়াও
এদিনের বৃষ্টির সাথে বাজ পড়ে শহরের ৭ নম্বর ওয়ার্ডের এলাকায় বেশ কিছু বাড়ির বিদ্যুৎ
সামগ্রী ও মোবাইল নষ্ট হওয়ার খবর পাওয়া যায়।ঘূর্নি ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে ৯ নম্বর
ওয়ার্ড কাউন্সিলার শিল্পী সরকার বিপাকে পড়া
পরিবারের পাশে দাড়িয়েছেন।পুরসভার তরফে ক্ষতিগ্রস্থ পরিবারগুলিকে সাহায্য করতে উদ্যোগী
হয়েছেন ওয়ার্ড কাউন্সিলার।
এদিকে কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্ওিক পাল জানান সোমবার
ক্ষতির পরিমান খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ক্ষতির পরিমান খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।