January 12, 2025

লোহার রড দিয়ে মেরে বৌদির পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে

1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা: দোকান ঘর তৈরি করাকে কেন্দ্র করে লোহার রড দিয়ে মেরে বৌদির পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে।  ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে মালদা থানার সাহাপুর অঞ্চলের সুজাপুর গ্রামে। আক্রান্ত মহিলা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। অভিযুক্ত পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে,আক্রান্ত মহিলার নাম আমিনুর বিবি(৪৩)। অভিযুক্ত জিয়াউল হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের। জানা গিয়েছে, ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে ৭০ স্কয়ার ফিটের জায়গা নিয়ে গণ্ডগোল সূত্রপাত। সোমবার সকাল আটটা নাগাদ দোকান ঘর তৈরি কে কেন্দ্র করে বচসা শুরু হয় জিয়াউল হক এবং আমিনুর বিবির সাথে। অভিযোগ, সেই সময় জিয়াউল হক লোহার রড নিয়ে আমিনুর বিবির উপর চড়াও হয়। লোহার রডের আঘাতে গুরুতর আহত হয় আমিনুর বিবি। তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরিজনেরা। তবে কি কারণে মারধরের ঘটনা তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

6 thoughts on “লোহার রড দিয়ে মেরে বৌদির পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে

  1. In this study, for patients with diabetes mellitus, there was a smaller effect on OF with the high-dose OAD regimen compared with the PRN regimen, suggesting that patients with diabetes mellitus might respond to PRN treatment more than to OAD treatment cialis 5 mg best price usa Monitor Closely 1 tadalafil increases effects of minoxidil by pharmacodynamic synergism

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *