ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ –সোমবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ স্টেডিয়াম ৬দলীয় ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড ৩-১গোলে ডি এস এ পরিমল একাদশকে হারিয়ে চ্যাম্পিযানের গৌরব অর্জন করে।কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড দলের পক্ষে ২টি গোল করে বার্না টুডু ও ১টি গোল করে সার্জেন হেমব্রম। কালিয়াগঞ্জ প্লে ওয়ার্ল্ড কোচিং ক্যাম্পের কর্নধার তরুণ গুহ বলেন ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল গ্রামে গঞ্জের প্রতিভা দের খুঁজে বের করা ।সেই উদ্দেশ্য আমরা উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে সফলতা পেয়েছি।উত্তর দিনাজপুর ডি এস এর সম্পাদক সুদীপ বিশ্বাস বলেন উত্তর দিনাজপুর জেলা ট্যালেন্ট সার্চ ফুটবল প্রতিযোগিতার খেলায় যারা জয়ী দল তারা পরবর্তীতে রাজ্যে ট্যালেন্ট সার্চ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান।বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সম্পাদক সুদীপ বিশ্বাস।ফাইনাল খেলাকে ঘিরে ছিল টান টান
উত্তেজনা।