বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা : বাড়িতে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা।বাধা দিলে করা করা হয় মারধর।তবে গৃহবধূর চিৎকারে প্রতিবেদীরা ছুটে আসতেই পালিয়ে যায় অভিযুক্ত।মঙ্গলবার এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক থানার চৌকি মিরদাদপুর অঞ্চলের সৈয়দপুর গ্রামে।ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী বাসিন্দা পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।অভিযুক্তের বিরুদ্ধে মানিকচক থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করেছে আক্রান্ত গৃহবধূ।সৈয়দপুর গ্রামের বাসিন্দা বছর ২৫ এর ওই গৃহবধূ।স্বামী ভুটভূটি চালক।ঘটনায় অভিযোগ উঠেছে প্রতিবেশী বাসিন্দা বছর ৪৫ এর নয়ন কর্মকার নামক ব্যক্তির বিরুদ্ধে।অভিযুক্ত পেশায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক।ঘটনা প্রসঙ্গে ওই গৃহবধূ জানান,”মঙ্গলবকর ভোর নাগাদ স্বামী ভুটভূটিযে আম নিয়ে মালদা শহরের উদ্দেশ্যে বেরিয়ে যায়।প্রায় সকল হয়ে এসেছিল তাই বাড়ির দরজা খুলেই ঘুমিয়ে ছিলাম।সেইসময় নয়ন কর্মকার আমার ঘরে ঢুকে মুখ চেপে ধরে পরনের কাপড় ছিড়ে দেয় এবং ধর্ষণের চেষ্টা করে।বাধা দিলে আমাকে কিল ঘুসি দিয়ে মারধর করতে শুরু করে।চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসতেই পালিয়ে যায় ওই ব্যক্তি।স্বামী বাড়ি ফিরে আসলে স্বামীকে সমস্ত ঘটনা জানায়।তারপরই স্বামীকে নিয়ে মানিকচক হাসপাতালে চিকিৎসা করায় পরে থানায় অভিযোগ দায়ের করি।
ঘটনায় অভিযুক্তের উচিৎ শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা সহ তার স্বামী।এদিকে অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।তবে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।