পতঙ্গবাহিত রোগের মোকাবিলায় প্রশিক্ষণ শিবির ইসলামপুরে
1 min read
শুভজিৎ চৌধুরী, উত্তর দিনাজপুর, ১২ মে : মঙ্গলবার ইসলামপুর ব্লকের ১৩টি গ্রাম পঞ্চায়েতের ১৩০ জন গ্রাম সম্পদ কর্মীদের নিয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের ভবনে আয়োজিত হলো পতঙ্গবাহিত রোগের মোকাবিলায় প্রশিক্ষণ শিবির। এই বর্ষায় পতঙ্গবাহিত রোগের মোকাবিলায় বিশেষ পদক্ষেপ নিতে চলেছে ইসলামপুর ব্লক প্রশাসন। এদিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত
ছিলেন ইসলামপুরের রামগঞ্জ ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিক ডা: সন্দীপ বাগ ও বিডিও শতদল দত্ত। চিকিৎসক সন্দীপ বাগ গ্রাম সম্পদ কর্মীদের পতঙ্গবাহিত রোগের মোকাবিলায় গ্রামে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বাসিন্দাদের সচেতন করে তুলতে নানা পরামর্শ দেন। ইসলামপুর ব্লক গ্রাম সম্পদ কর্মীর সভাপতি মহ: সাব্বির আলম জানিয়েছেন, গত ২০১৫-১৬ সালে তাঁদের নিয়োগ করা হলেও ২০১৫ সালে একটি কাজ করার পর তাঁরা আর কাজ পাচ্ছিলেন না। সেনিয়ে তাঁরা রাজ্যস্তরে কয়েক দফা আন্দোলনের পর এখন এই কাজ তাঁরা পেয়েছেন। সবমিলিয়ে পতঙ্গবাহিত রোগের মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতনের পাশাপাশি কর্মসংস্থান পেয়ে খুশি রাজ্যের ৩৪ হাজার গ্রাম সম্পদ কর্মী।